বল টেম্পারিংয়ের সন্দেহের তীর জাম্পার দিকে!

জাম্পা
Vinkmag ad

চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। প্রথমে ব্যাট করা ভারত যেখানে স্কোরবোর্ডে জমা করেছে ৩৫২ রান। ভারতের ইনিংসে যখন ২৩ ওভার শেষ হয়েছে তখন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সন্দেহজনক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হয়েছে। জাম্পার দিকে ধেয়ে আসছে বল টেম্পারিংয়ের সন্দেহের তীর।

একজন অবশ্য যুক্তি দিয়েছেন জাম্পার পক্ষে। ইংল্যান্ডের ঠান্ডা কন্ডিশনে পকেটে ওয়ার্মার রাখেন জাম্পা।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

স্টাম্পে বল লেগেও হচ্ছেনা বোল্ড; টুইটারে সমালোচনা

Read Next

অর্থ লোভে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ডি ভিলিয়ার্স!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share