

ঘরের মাঠে ফেভারিটের তকমা নিয়েই চলমান বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। বাংলাদেশ দলের লক্ষ্যটাও এবার বেশ বড়, ক্রিকেট বোদ্ধাদের অনেকেই রাখছেন সেমিফাইনালের দৌড়ে। বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলই এবারের বিশ্ব আসরটা জয় দিয়ে শুরু করলেও হেরেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। কার্ডিফে আজ তারা মুখোমুখি হয়েছে একে অন্যের, যেখানে ম্যাচের শুরুতে টস ভাগ্য কথা বললো টাইগারদের পক্ষে। টস জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
খেলাটা কার্ডিফের সোফিয়া গার্ডেনে জন্যই আত্মবিশ্বাসে আলাদা রসদ পাচ্ছেন বাংলাদেশ দলের সমর্থকেরা। কার্ডিফের পরিসংখ্যান বলে, এই মাঠে কখনও হারেনি বাংলাদেশ। আগের দুইবারে মাঠে নেমে জয় তুলে নিয়েছে দুটোতেই।
লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম জয়টি পেয়েছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে। সেবার মোহাম্মদ আশরাফুলের শতকে ৫ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। এরপর গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়। এবার সামনে ইংল্যান্ড, যারা আবার চলমান বিশ্বকাপের স্বাগতিক দল।
তবে এখানেও পরিসংখ্যান কথা বলছে মাশরাফির দলের হয়ে। বিশ্বকাপে এর আগে ৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই। যার মধ্যে দুই বারই জয়ী হয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড জিতেছে ১ ম্যাচ। আর এবার জিতলে টানা ৩ বিশ্বকাপে জিতে বাংলাদেশ নিশ্চিত করবে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক জয়।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে কোন পরিবর্তন না আসলেও নিজদের একাদশে একটা বদল এনেছে ইংল্যান্ড, অলরাউন্ডার মইন আলির জায়গায় সুযোগ পেয়েছেন পেসার লিয়াম প্লাঙ্কেট।
TOSS NEWS!
Bangladesh win the toss and will bowl in Match 12 of #CWC19! England bring in Plunkett for Moeen Ali.#ENGvBAN | #CWC19 pic.twitter.com/LaC3oLdB7k
— Cricket World Cup (@cricketworldcup) June 8, 2019
বাংলাদেশ একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), আলিদ রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট ও জফরা আর্চার।