

ইংল্যান্ড আর ওয়েলস বিশ্বকাপের পর্দা উঠেছে গত ৩০ মে। তবে ভারতীয় ক্রিকেট দল চলমান বিশ্ব আসরে তাদের যাত্রা শুরু করেছে গত ৫ জুন থেকে। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সেই ম্যাচের পর আলোচনায় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এক আর্জি জানালে তার পাল্টা অবস্থান নিয়েছে বিসিসিআই।
সমস্যাটা মূলত তৈরি হয়েছে ভাররতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গত বুধবার সাউদাম্পটনে সেনার প্রতীক (ব্যাজ) আঁকা উইকেটকিপিং গ্লাভস পরে ধোনির মাঠে নামাকে কেন্দ্র করে।
সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া বিরাট জয়কে ছাপিয়ে সেনাকে উৎসর্গ করে ধোনির এই বিশেষ গ্লাভস উঠে আসে আলোচনায়। সেনাবাহিনীর প্রতি ধোনির এই শ্রদ্ধা ভালোভাবে নেয়নি আইসিসি৷ সেকারণেই গতকাল (বৃহস্পতিবার) ধোনির গ্লাভস থেকে ভারতীয় সেনাবাহিনীর ব্যাজ খুলে ফেলার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দেয় বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
আইসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং সংবাদসংস্থা আইএএনএস-কে জানান, ‘আমরা বিসিসিআইকে ধোনির গ্লাভস থেকে এই সেনাবাহিনীর ব্যাজ খুলে ফেলার জন্য বার্তা পাঠিয়েছি আমরা।’
তবে আইসিসির এমন নোটিশ আমলে নেয়নি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ‘আইসিসির নিয়ম অনুযায়ী এমন কিছু পরা যাবে না যা ব্যবসায়িক, ধর্মীয় ও সেনাবিষয়ক কোনো কিছু নির্দেশ করে। এখানে ধোনির গ্লাভসে ধর্মীয় বা ব্যবসায়িক কোনো চিহ্ন ছিল না। প্যারা কমান্ডো বাহিনীর ওই প্রতীকও নয় এটা। তাই বলা যায়, ধোনি আইসিসির কোনো নিয়ম ভঙ্গ করেনি।’
আরও জানানো হয়েছে ‘বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে অনুরোধ করা হয়েছে ধোনিকে যেন এই গ্লাভস জোড়া পরতে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির সঙ্গে এই ব্যাপারে আলাপ-আলোচনা করতে বসবেন।’