
২০৭ টি আন্তর্জাতিক ওয়ানডে ইতোমধ্যে খেলে ফেলেছেন। অভিজ্ঞতা অর্জনে এর চাইতে বেশি ম্যাচ খেলতে হয় বলে মনে হয়না, ব্যাট হাতে দলের ভরসার প্রতীক হয়ে সে প্রমাণ দিয়েছেনও মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে তার গ্লাভস জোড়া এখনও অর্জন করতে পারেনি আস্থা, সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সহজ রান আউট মিস হয়েছে তার অহেতুক ভুলে। দেশের ক্রিকেট ভক্তদের সমালোচনার পর এবার বিশ্বমিডিয়াও ফলাও করে বলছে মুশফিকের বাজে কিপিং নিয়ে।

পরিসংখ্যান বলবে দেশসেরা উইকেট রক্ষক। তবে পরিসংখ্যান কখনো মাঠের পরিস্থিতি বোঝাতে পারেনা। উইকেটের পেছনে পুরো ক্যারিয়ারজুড়েই নানা সময় সৃষ্টি করেছেন বিতর্ক। অনেকবারই বোর্ড চেয়েছে গ্লাভস ছেড়ে শুধু ব্যাটিংয়েই মনযোগ দিক মুশফিক।
বড্ড জেদি মুশফিক কিপিং ছাড়লেই যেন করতে থাকেন হাঁসফাঁশ। অস্বস্তি নিয়ে মুশফিকের মাঠে থাকা চোখ এড়ায়না কারও, ফলে বিকল্প প্রস্তুত রেখেও মুশফিকের হাতেই দেওয়া হয় উইকেট রক্ষণের দায়িত্ব । কিন্তু গত বুধবার(৫জুন) স্বল্প পুঁজির ম্যাচে বোলারদের দাপটে লড়াই করে ২ উইকেটে হারা ম্যাচে অদ্ভুত এক ভুল করে বসেন মুশফিক।
তার অসেচতনতায় নিশ্চিত আউট থেকে বেঁচে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, পরে রস টেলরের সাথে জুটি বেঁধে ম্যাচই বের করে নেন দুজন। ওই ঘটনার পর চারদিকে হচ্ছে মুশফিকের মুন্ডুপাত। নিউজিল্যান্ড মিডিয়াতো মিঃ ডিপেন্ডেবলকে জঘন্যতম উইকেট কিপার বলেও আখ্যা দিয়েছে। এক যুগের বেশি সময় দলের উইকেটরক্ষকের ভূমিকায় থাকা একজনের জন্য এটি সত্যি দুঃখজনক।
Cricket World Cup 2019: Bangladesh’s Mushfiqur Rahim slammed for blunder against New Zealand https://t.co/V45NIe0Jpy pic.twitter.com/TttoeytvfH
— Stuff.co.nz Sport (@NZStuffSport) June 6, 2019
নিউজিল্যান্ডের শীর্ষ দৈনিক “স্টাফ” ব্যাটসম্যান মুশফিকের ভূয়সী প্রশংসা করলেও কিপার মুশফিক নিয়ে করেছেন অপ্রত্যাশিত মন্তব্যই। আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর পার করা এক কিপারের জন্য যেটি সত্যি দুঃখজনক। এ প্রসঙ্গে দ্যা স্টাফ লিখে,” মুশফিক বিশ্বমানের একজন ব্যাটসম্যান তবে কিপার হিসেবে সে জঘন্য।’