

দেখতে দেখতে সপ্তাহ গড়িয়েছে ইংল্যান্ড আর ওয়েলস বিশ্বকাপের। আজ (৬ জুন) টুর্নামেন্টের ১০ নম্বর ও নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল অস্ট্রেলিয়া ও উইন্ডিজ। নটিংহামের ট্রেন্ট ব্রিজে টসে জিতে শুরুতেই বোলিং করার সিদ্ধন্ত নিয়েছেন ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার।
চলমান বিশ্বকাপে নিজেদের শুরুটা বেশ দুর্দান্ত করেছে দুই দলই। দুর্দান্ত বোলিং তাণ্ডবে ১৯৯২ বিশ্বকাপজয়ী দল পাকিস্তানকে ১০৫ রানে বেধে ৭ ফেলে উকেটের জয় তুলে নিয়েছিলো উইন্ডিজ। কম যায়নি অস্ট্রেলিয়াও, দ্বাদশ বিশ্বকাপে তাদের পথচলার শুরুটাও সমান ৭ উইকেটে। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের পর আজ দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে অজিরা।
এদিকে বিশ্বকাপের লড়াইয়ে অস্ট্রেলিয়ায় থেকে অবশ্য পাল্লাটা একটু ভারি ক্যারিবিয়ানদের পক্ষে। দুই দলের মুখোমুখি সাক্ষাতে অজিদের জয় যেখানে ৪ ম্যাচে, সেখানে উইন্ডিজ জিতেছে ৫ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা হবে উইন্ডিজের ক্রিকেট ইতিহাসে ৮০০ তম ওয়ানডে ম্যাচ। এমন মাইলফলকটা নিজদের রঙেই রাঙাতে চাইবে জেসন হোল্ডারের দল।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
উইন্ডিজ একাদশঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, ওশানে থমাস, শাই হোপ, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।