

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আজকেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে শিরোপার অন্যতম দাবীদার ভারত। হাই ভোল্টেজ এই ম্যাচে প্রোটিয়া একাদশে ফিরেছেন হাশিম আমলা।
সাউদাম্পটনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন এইডেন মার্করাম, তার জায়গায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন হাশিম আমলা। ইনজুরিতে পড়া লুঙ্গি এনগিডির স্থলে এসেছেন তাব্রাইজ শামসি।
অন্যদিকে দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদবকেই সেরা একাদশে রেখেছে ভারত। আছেন কেদার জাদবও।
Play is set to get underway!
Here are the line-ups for #SAvIND ????#ProteaFire #TeamIndia pic.twitter.com/yMxxffg4Ew
— Cricket World Cup (@cricketworldcup) June 5, 2019
দক্ষিণ আফ্রিকা একাদশঃ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), র্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও তাব্রাইজ শামসি।
ভারতীয় একাদশঃ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ।