

মুরালি কার্তিক নিজে স্পিন বোলিং করতেন। বাঁহাতে অর্থোডক্স স্পিন করা মুরালি কার্তিক ভারতের হয়ে খেলেছেন ৮ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি। তিন ফরম্যাটে তার উইকেট যথাক্রমে ২৪, ৩৭ ও ০। তামিল নাড়ুতে জন্ম নেওয়া ৪২ বছর বয়সী এই সাবেক ভারতীয় ক্রিকেটার এখন মন দিয়েছেন ধারাভাষ্যে। বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রীড়া বিশ্লেষকের ভূমিকাতেও দেখা যায় তাকে।

সম্প্রতি কাজ করছেন ইএসপিএন ক্রিকইনফোর হয়ে। সেখানে ম্যাচ পরবর্তী (বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা) বিশ্লেষণে বিতর্কিত মন্তব্য করেছেন কার্তিক। তার মতে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, এইডেন মার্করামদের স্পিনার বলা যাবে না!
হিন্দিতে বিশ্লেষণ করার সময় মুরালি কার্তিক বলেন, ‘স্লো বোলার বলবো আমি (সাকিব, মিরাজদের)। আপনি যদি কখনো বিষাণ সিং বেদির সাথে কথা বলেন তাহলে উনি বলবেন স্পিনার সেই যিনি বল ঘুরাতে পারেন। বাকি সবাই স্লো বোলার।’
উপস্থাপক তখন প্রশ্ন করেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ যে বল করেছেন আপনার কাছে স্পিন বোলিং মনে হয়নি? উত্তরে মুরালি কার্তিক বলেন, ‘স্পিনার সে যে বল ঘুরায়। হরভজন সিং স্পিনার, গ্রায়েম সোয়ান স্পিনার। কারণ তারা বল ঘুরাতে পারে। এখন আপনি যদি এইডেন মার্করামকে স্পিনার বলেন তাহলে সমস্যা।’
উপস্থাপক তখন বলেন, মার্করাম আর মেহেদী হাসান মিরাজ কি একই ক্যাটাগরির? তখন মুরালি কার্তিক বলেন, ‘মেহেদী হাসান ঠিকঠাক বোলার। সাকিবের বলও ভেতরে আসে তবে ঘোরে না।’

মুরালি কার্তিক যোগ করেন, ‘টপ বোলার হতে আপনাকে বল ঘোরানো জরুরি না। আমি শুধু স্পিনারের সংজ্ঞা দিচ্ছিলাম। আমি বাংলাদেশের বোলারদের ৯ দেবো ১০ এ।’
মুরালি কার্তিক মনে করেন কাউন্টি ক্রিকেট খেলে সাকিব আল হাসান বেশ উপকৃত হয়েছেন। তাতে করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গার কন্ডিশন ও উইকেটের চরিত্র সম্পর্কে ধারণা হয়েছে তার। প্রসঙ্গত, উর্চেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন সাকিব আল হাসান।
বিশ্লেষণের ভিডিও দেখুনঃ