
গুলবাদিন নাইব

চলমান ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপের ৭ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর শ্রীলঙ্কা ক্রিকেট দল। র্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা আফগানরা ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিইয়েই তুলে নিতে চাইছে আসরে নিজেদের শুরুর জয়টা। যেখানে লঙ্কা বধে অস্ট্রেলিয়া ম্যাচের উদাহরণ টানলেন গুলবাদিন নাইব।
বিশ্বকাপে আজ (৪ জুন) মাঠে গড়াবে একটি ম্যাচ, বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিটে হতে যাওয়া ম্যাচটিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানির দুই দল আফগানিস্তান আর শ্রীলঙ্কা। টুর্নামেন্টের নিজেদের শুরুটা একেবারেই সুখকর হয়নি দুই দলেরই, তবে নাটকীয় কিছু না ঘটলে এবারের লড়াইতে এক দল যে আরেক দলকে ছাড়িয়ে যাবে তা নিশ্চিতই। সেই লড়াইতে ধুঁকতে থাকা লঙ্কানদের উদ্দেশ্য করে একটা হুংকার দিয়ে রাখলো আফগান দলপতি।
গত চার বছরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানদের উত্থানটা নজরকাড়া। দুর্দান্ত পারফর্ম দেখিয়ে আইসিসি থেকে হয়েছে পুরস্কৃত, পেয়েছে টেস্ট স্ট্যাটাস। এবার নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বারের মত বিশ্বকাপ খেলতে নামা আফগানিস্তান এরইমধ্যে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে।
তবে মূল আসরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেটাকেই অনুপ্রেরণা হিসাবে দেখছে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলতে আসা এই দলটি। কার্ডিফে আজ ১৯৯৬ বিশ্বকাপজয়ীদের বিপক্ষে খেলতে নামার আগে আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব বললেন, ‘অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপেও সেরা দল, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তারাও আমাদের সঙ্গে কষ্ট করেই জিতেছে। তাই এখান থেকে ইতিবাচক দিক গুলো নেওয়া উচিৎ।’
তিনি আরও যোগ করেছেন, ‘আপনি যদি শ্রীলঙ্কার বর্তমান দলটার দিকে তাকান তাহলে দেখবেন গত দুই বছর ধরে তারা ওয়ানডে ক্রিকেটে ধুঁকছে। তাই তাদের বিপক্ষে আমাদের ভালো করার সুযোগ রয়েছে।’
ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের লড়াকু মনভাবটা এই ম্যাচে কাজে দিবে বলে মত নাইবের, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ইতিবাচক দিক গুলো দেখেন। লক্ষ্য করবেন আমরা শুরুতে বাজে অবস্থায় ছিলাম এবং তারপরও আমরা ২০০ এর বেশি রান করেছি। যদি আমাদের হাতে উইকেট থাকতো তাহলে এটা ৩০০ এর বেশি হতো।’