

দেশের মাটিতে রুবেল হোসেন ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন। টানা তিন উইকেটের ১ টি উইকেট ছিলো ব্রেন্ডন ম্যাককুলামের। সেই ব্রেন্ডন ম্যাককুলাম ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, মন দিয়েছেন ধারাভাষ্যে। প্রেডিকশন করে নতুন ভাবে আলোচনায় আসা সাবেক এই কিউই অধিনায়ক দাঁড়িয়ে আছেন অন্যরকম এক হ্যাটট্রিকের সামনে।

ব্রেন্ডন ম্যাককুলামের প্রেডিকশন অনুযায়ীই ফল হয়েছিল প্রথম ৪ ম্যাচে। জিতেছিল ইংল্যান্ড, উইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভুল হয় ম্যাককুলামের ভবিষ্যৎ বাণী। ম্যাককুলামের মতে বাংলাদেশের ৯ ম্যাচে জেতার কথা ১ টিতে। সেখানে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় টাইগাররা।
৩ তারিখের ম্যাচে ম্যাককুলামের ভবিষ্যৎ বাণী ভুল প্রমাণিত হয়েছে। স্বাগতিক ইংল্যান্ড ১৪ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তানের বিপক্ষে।
৪ তারিখের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাককুলামের বাজি আফগানদের পক্ষে।
ব্রেন্ডন ম্যাককুলাম যে প্রেডিকশন দিয়েছিলেন-
ইংল্যান্ড-
জিতবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে)।
হারবে ১ ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভারত-
জিতবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে)।
হারবে ১ ম্যাচে, ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া-
জিতবে ৬ ম্যাচে- (আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)।
হারবে ৩ ম্যাচে- (উইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে) ।
নিউজিল্যান্ড-
জিতবে ৫ ম্যাচে- (শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজদের বিপক্ষে) ।
হারবে ৪ ম্যাচে- (ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে)।
উইন্ডিজ-
জিতবে ৫ ম্যাচে- (পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে)।
হারবে ৪ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে)।
দক্ষিণ আফ্রিকা-
জিতবে ৫ ম্যাচে- (বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে)।
হারবে ৪ ম্যাচে- (ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে)।
পাকিস্তান-
জিতবে ৫ ম্যাচে- (শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফয়ানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে)।
হারবে ৪ ম্যাচে- (উইন্ডিজ, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিক্র বিপক্ষে)।
আফগানিস্তান-
জিতবে ২ ম্যাচে- (শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে)।
হারবে ৭ ম্যাচে- (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও উইন্ডিজদের বিপক্ষে)।
শ্রীলঙ্কা-
জিতবে ১ ম্যাচে- উইন্ডিজদের বিপক্ষে।
হারবে ৮ ম্যাচে- (নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেইয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে)।
বাংলাদেশ-
জিতবে ১ ম্যাচে- শ্রীলঙ্কার বিপক্ষে।
হারবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে)