

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এরপর বাংলাদেশ দল প্রথম কোন টেস্ট খেলে ভারতের বিপক্ষে। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষেই এক সাথে ১১ বাংলাদেশি ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়। এর প্রায় ১৭ বছর পর ভারতে টেস্ট খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে একমাত্র টেস্টটি খেলেছিল বাংলাদেশ।

দুই বছর বাদে আবার ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। এবার খেলবে দুইটি টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষণা করা সূচিতে জানা গেছে ইন্দোর ও কোলকাতায় দুইটি টেস্ট খেলবে টাইগাররা।
এর আগে ৩ টি ২০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। দিল্লি, রাজকোট ও নাগপুরে ৩ টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল।
এখন অব্দি ৯ টি টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে ৭ টি টেস্ট জিতেছে ভারত, বাকি ২ টেস্ট ড্র হয়।
টেস্টের মতো টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে কোন সফলতা নেই বাংলাদেশ দলের। ৮ বারের সাক্ষাতে কখনোই ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ভারতের বিপক্ষে জেতা হয়নি বাংলাদেশের।
Excited for this tour?#BANvIND #INDvBAN pic.twitter.com/dmUei7uM1x
— Cricket97 (@cricket97bd) June 3, 2019
একনজরে বাংলাদেশে দলের ভারত সফরের সূচি (টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ):
১ম টি-টোয়েন্টি- ৩ নভেম্বর, দিল্লি
২য় টি-টোয়েন্টি- ৭ নভেম্বর, রাজকোট
৩য় টি-টোয়েন্টি- ১০ নভেম্বর, নাগপুর
১ম টেস্ট– ১৪-১৮ নভেম্বর, ইন্দোর
২য় টেস্ট– ২২-২৬ নভেম্বর, কোলকাতা।