

গতকাল দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি মর্তুজাকে জিজ্ঞাসা করা হয় দলের ইদ ভাবনা নিয়ে। জানালেন খেলা ছাড়া আর কিছু ভাবছেন না তিনি। দলের বাকি সকলেরও একই রকম ভাবনা।

বাংলাদেশে ইদ ৫ কিংবা ৬ জুন হলেও ইংল্যান্ডে ইদ হবে ৪ কিংবা ৫ জুন। আর ৫ জুন ইদ হলে ওই একই দিনে আবার বাংলাদেশ দলের খেলা রয়েছে। তাই বাংলাদেশ দলের এখন খেলা ছাড়া আর কোনো কিছু চিন্তা করার অবস্থা নেই। প্রথম ম্যাচ জিতে এমনিতেই চাঙ্গা টাইগার বাহিনীর সামনে এখন নিউজিল্যান্ডের সাথে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাববার সময়ই বা কোথায়! কিন্তু এ তো ইদ বলে কথা।
মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুইটি ইদ (ই-উল-ফিতর ও ইদ-উল-আজহা)। এর মধ্যে এবারের রোজার ইদে চলবে বিশ্বকাপ। সেজন্যে দলের কাপ্তান জানালেন, ‘এবছরের ইদ আমরা মাথায়ই আনিনি। আমাদের ইদ এখন খেলাই। আমাদের কাজ এখন এটাই, আর আমরা উপভোগ করছি। অনেকের পরিবার এসেছে। তাদের সাথে ভালো সময় যাবে আশা করি। এর বেশি কিছু না। ইদের চেয়ে গুরুত্বপূর্ণ এখন আমাদের খেলা।’
ইদ যেদিনই হোক না কেনো, দেশবাসী যে ইতোমধ্যেই টাইগারদের তরফ থেকে ইদ উপহার পেয়ে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।