

বাংলাদেশ কাপ্তান মাশরাফি মোর্তজার প্রেস কনফারেন্স মানেই প্রাণবন্ত এক পরিবেশ। হাসি ঠাট্টায় জমিয়ে রাখেন সাংবাদিকদের। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ২১ রানে হারিয়ে গতকালের প্রেস কনফারেন্সে মাশরাফি হাসি ঠাট্টার চেয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল একটা ভাবমূর্তিই বেশি ফুটিয়ে তুলেছেন।

বাংলাদেশ কাপ্তান মাশরাফি মোর্তজার প্রেস কনফারেন্স মানেই প্রাণবন্ত এক পরিবেশ। হাসি ঠাট্টায় জমিয়ে রাখেন সাংবাদিকদের। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ২১ রানে হারিয়ে গতকালের প্রেস কনফারেন্সে মাশরাফি হাসি ঠাট্টার চেয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল একটা ভাবমূর্তিই বেশি ফুটিয়ে তুলেছেন।
কিন্তু এক বিদেশি সাংবাদিকের করা প্রশ্নের মধ্যে আপসেট শব্দটি শুনেই আপত্তি তুললেন, পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনি কি বলতে চাচ্ছেন এটা আপসেট ছিলো?’

গত বিশ্বকাপের কোয়ারটার ফাইনাল খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পৌছেছিলো সেমিফাইনালে। আর গতকাল তো দক্ষিন আফ্রিকাকে হেসেখেলে ২১ রানে হারাল বাংলাদেশ। একারনেই হয়ত কাপ্তান এই ‘আপসেট’ শব্দটি নিতে পারেন নি।
পরে ওই সাংবাদিক তার অবস্থান স্পষ্ট করে প্রশ্নটি আরো ভালো ভাবে বুঝিয়ে বলেন, ‘না, না, আমি তা বলিনি। বলছি যে অতীতে আপনাদের এসব জয়কে আপসেট বললেও এখন ধারণা বদলাবে কিনা।‘
কাপ্তান এর উত্তর দিলেন সাহসিকতার সাথেই। জানানেন যে যা ভাবুক তাতে তার চিন্তা নেই। কাপ্তানের ভাবনায় শুধু নিজেদের খেলায় মনোযোগ দেয়া।
জানালেন, ‘ধারণা অবশ্যই বদলানো উচিত। তবে যার যার ভাবনা তো আর পরিবর্তন করা সম্ভব না। আমরা আমাদের কাজে মন দিচ্ছি যেন আমরা সেরাটা করতে পারি। বিশ্বকাপ কঠিন মঞ্চ। পরিকল্পনায় মন দেয়া গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের অধিনায়ক মাশরাফির এটিই হতে যাচ্ছে সর্বশেষ বিশ্বকাপ। পঞ্চপাণ্ডবের একসাথে সর্বশেষ বিশ্বকাপ এটি। তাই দেশের মানুষ উন্মুখ হয়ে আছে টাইগার কাপ্তান মাশরাফির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্যে। প্রথম ম্যাচ জয়ের পর সেই পথেই বাংলাদেশ এগিয়ে গেলো একটি ধাপ।