‘সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার জানলে মানুষ অবাক হবে’

সাকিব মার্ক নিকোলাস
Vinkmag ad

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে এক নম্বর অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব আছেন দুই নম্বরে। এমন সময় ছিলো যখন তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডারের খেতাব ছিলো সাকিবের। অথচ ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস মনে করেন ‘সাকিব এক নম্বর অলরাউন্ডার’- এই তথ্য জেনে মানুষ অবাক হবে। 

সাকিব ম্যান অফ দ্যা ম্যাচ
ছবিঃ ক্রিকেট৯৭

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশকপ মিশন শুরু হয়েছে। যেখানে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মার্ক নিকোলাস ধারাভাষ্যে বলেন, ‘অধিকাংশ মানুষ জানলে অবাক হবে যে সাকিব ওয়ানডেতে ১ নম্বর অলরাউন্ডার।’ এই কথা বলার পর টুইটারে সমালোচনার মুখে পড়েছেন নিকোলাস।

mark nicholas 17mobfk0iogmm1a8y0a0t39dxl
ছবিঃ সংগ্রহীত

লন্ডনে জন্ম নেওয়া ৬১ বছর বয়সী মার্ক নিকোলাস ধারাভাষ্যে আসার আগে ছিলেন ক্রিকেটার। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা মার্ক নিকোলাস ৩৭৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ খেলেছেন ৩৫৯ টি। দুই ফর্মের ক্রিকেটে তার রান যথাক্রমে ১৮,২৬২ ও ৭,৩৩৪। ডান হাতে মিডিয়াম পেসে বল করে নিকোলাসের ঝুলিতে ছিল ৭২ প্রথম শ্রেণির উইকেট, ১০১ লিস্ট-এ উইকেট।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

ওভাল যখন মিরপুর

Read Next

আপসেট শব্দটিতে আপত্তি মাশরাফির

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share