

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে এক নম্বর অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিব আছেন দুই নম্বরে। এমন সময় ছিলো যখন তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডারের খেতাব ছিলো সাকিবের। অথচ ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস মনে করেন ‘সাকিব এক নম্বর অলরাউন্ডার’- এই তথ্য জেনে মানুষ অবাক হবে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশকপ মিশন শুরু হয়েছে। যেখানে ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মার্ক নিকোলাস ধারাভাষ্যে বলেন, ‘অধিকাংশ মানুষ জানলে অবাক হবে যে সাকিব ওয়ানডেতে ১ নম্বর অলরাউন্ডার।’ এই কথা বলার পর টুইটারে সমালোচনার মুখে পড়েছেন নিকোলাস।

লন্ডনে জন্ম নেওয়া ৬১ বছর বয়সী মার্ক নিকোলাস ধারাভাষ্যে আসার আগে ছিলেন ক্রিকেটার। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা মার্ক নিকোলাস ৩৭৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ খেলেছেন ৩৫৯ টি। দুই ফর্মের ক্রিকেটে তার রান যথাক্রমে ১৮,২৬২ ও ৭,৩৩৪। ডান হাতে মিডিয়াম পেসে বল করে নিকোলাসের ঝুলিতে ছিল ৭২ প্রথম শ্রেণির উইকেট, ১০১ লিস্ট-এ উইকেট।
Mark Nicholas said that most people would be surprised to see Shakib Al Hasan at the top of the ODI rankings list. He’s been in the top 3 every single week since 14 Jan 2009. That’s more than 10 years.
Who on earth would be surprised?#CWC19 #BANvSA #SAvBAN
— Michael Wagener (@Mykuhl) June 2, 2019
Have none of these commentators actually watched Bangladesh play in the recent past? They are a good team. Not sure that how they have played in the previous world cups is going to make a blind bit of difference… #cwc19 #BANvSA
— justin smyth (@justinsmyth1) June 2, 2019
Most people in commentary who don’t follow it as much 😛 https://t.co/88kf5nyKaw
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) June 2, 2019
I’d imagine he meant casual fans of the sport
— Wim (@wimishlobo) June 2, 2019
His lack of knowledge of contemporary cricketers is pretty consistent outside the bubble of few teams he covers during commentary stints
— hassaan asrar (@hassaanz85) June 2, 2019
@mcjnicholas One thing I just don’t understand, Why do you guys always underestimate us…you are even in doubt about the achievement of @Sah75official!!!
Get your facts right man, FYI, #Shakib is the only player ever to top the all-rounder chart of odi, test, t20 for years!
— Ashraful Islam Rafi (@rafithe47) June 2, 2019
I think he is the one who is surprised!
— Rabiul Alam (@rabiul81) June 2, 2019
Mark Nicholas making an absolute mess of Mashrafe Mortaza’s first and last name again and again. Shows lack of proper homework and also general knowledge #CWC2019 #SAvBAN
— Ajit Vijaykumar (@ajvk1984) June 2, 2019