নটিংহামে টস জিতলো স্বাগতিকরা

featured photo1
Vinkmag ad

স্বাগতিক ইংল্যান্ড আজ মাঠে নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসে খেলে হারানো এউইন মরগানের দল আজ লড়ছে পাকিস্তানের বিপক্ষে। সরফরাজ আহমেদের দলেরও এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তারা।

D8ICUNqWwAABQmE
ছবিঃ টুইটার

নটিংহামে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। লিয়াম প্লাংকেট এর বদলে আজ খেলছেন মার্ক উড।

পাকিস্তান দলে এসেছে দুই পরিবর্তন। হারিস সোহেল ও ইমাদ ওয়াসিম বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন শোয়েব মালিক ও আসিফ আলি।

ইংল্যান্ড একাদশঃ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, টম কারেন, মার্ক উড, আদিল রশিদ ও জফরা আর্চার।

পাকিস্তান একাদশঃ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

Read Next

ওভাল যখন মিরপুর

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share