

স্বাগতিক ইংল্যান্ড আজ মাঠে নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসে খেলে হারানো এউইন মরগানের দল আজ লড়ছে পাকিস্তানের বিপক্ষে। সরফরাজ আহমেদের দলেরও এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তারা।

নটিংহামে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। লিয়াম প্লাংকেট এর বদলে আজ খেলছেন মার্ক উড।
পাকিস্তান দলে এসেছে দুই পরিবর্তন। হারিস সোহেল ও ইমাদ ওয়াসিম বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন শোয়েব মালিক ও আসিফ আলি।
One change to our team as we bowl first! 🏴
Follow: https://t.co/3v89tk0rWX#WeAreEngland#CWC19 #ExpressYourself pic.twitter.com/fHUegRvEPE
— England Cricket (@englandcricket) June 3, 2019
ইংল্যান্ড একাদশঃ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, টম কারেন, মার্ক উড, আদিল রশিদ ও জফরা আর্চার।
Team lineup for today!#ENGvPAK Live Updates: https://t.co/cPxYS6V9CO#CWC19 #WeHaveWeWill pic.twitter.com/UAYsSOPixL
— Pakistan Cricket (@TheRealPCB) June 3, 2019
পাকিস্তান একাদশঃ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।