টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

Twitter
Vinkmag ad

সাকিব-সৌম্য এবং মুশফিকের পর মোস্তাফিজ-মিরাজ ও সাইফউদ্দিন। সাউথ আফ্রিকার বিপক্ষে দলীয় পারফরম্যান্সের সুবাদে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর টুইটারে বাংলাদেশের প্রশংসায় মেতে উঠেছে সাবেক কিংবদন্তিরা।

বাংলাদেশের প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বিশ্বকাপে বাংলাদেশ ডার্ক হর্স হয়ে উঠতে পারে বলেই মনে করেন।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটারে লিখেন, ‘বাংলাদেশের দারুণ জয়। অলরাউন্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলাররা দক্ষিন আফ্রিকাকে অনায়াসে রান করতে দেয়নি।’

অন্যদিকে আরেক সাবেক ভারতীয় ভিভিএস লক্ষ্মন লিখেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর করার জন্য কি দারুণ দিন! কৌশলগত দিক দিয়ে তারা দুর্দান্ত ছিল পাশাপাশি শেষে দক্ষিণ আফিকার মজুদে পর্যাপ্ত ফায়ারপাওয়ারও ছিল না।’

ধারাভাষ্যকার রাসেল আরনোল্ড লিখেন, ‘সাবাশ দ্যা দেশ! দারুণ জয়। টুর্নামেন্টের দুর্দান্ত শুরু!’

আরেক ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেন, ‘বাংলাদেশের খুবই মনোমুগ্ধকর খেলা। ব্যাটিং বেশ শক্তিশালী মনে হচ্ছে এবং তাদের দারুণ নেতৃত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার নিজেদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে।’

97 Desk

Read Previous

মাশরাফি এশিয়ার অন্যতম সেরা অধিনায়কঃ আকাশ চোপড়া

Read Next

নটিংহামে টস জিতলো স্বাগতিকরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share