

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের দায়িত্বশীলতায় ২১ রানের উড়ন্ত জয় এনে দিয়েছে টিম টাইগার্স। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, ‘এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি’।
বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলগুলিকে অনেকটা নিয়মিতই হারায়। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাশরাফিরা। আর এমন জয়ে বাংলাদেশ দল যে নিজেদের শক্তির জানান আগের থেকেই দিয়ে রাখলো।
Mashrafe is a top class captain. One of the best Asia has produced. #CWC19 #SAvBan
— Aakash Chopra (@cricketaakash) June 2, 2019
বাংলাদেশের এমন জয়ে এবার মুখ খুললেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। এদিন খেলা শেষে আকাশ চোপড়া টুইটারে বলেন,
‘মাশরাফি একজন বিশ্বমানের অধিনায়ক। এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি।’
মাশরাফির নেতৃত্বে এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নেমে অসাধারণ পারফর্ম করেছে। ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছে টাইগাররা। মাশরাফির কৌশলের কাছে সব পরিকল্পনা ভেস্তে যায় দক্ষিণ আফ্রিকার।
রোববার লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে আটকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচকেই কঠিন হিসেবে ধরা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কঠিন ম্যাচেই দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। রোববার দ্য ওভালে রেকর্ড রানে জয়ে শুরু হল মাশরাফিদের বিশ্বকাপযাত্রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।