সাকিবের দ্রুততম ২৫০ উইকেট এবং ৫০০০ রান

1533136648144
Vinkmag ad

দক্ষিন আফ্রিকার মার্করামকে শিকার করে নিজের ২৫০ উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ১১ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি এই ম্যাচেই। 

বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান শুধু মাত্র বাংলাদেশের হয়েই মাঠ মাতান না। বরং তিনি খেলে বেড়িয়েছেন বিশ্বের প্রায় সকল প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি লীগের হয়ে। সাথে কুড়িয়েছেন অভাবনীয় সুনাম এবং প্রচুর সমর্থক। বিশেষ করে আইপিএলের কল্যানে ভারতে রয়েছে তার প্রচুর ভক্ত সমর্থক।

shakib al hasan afp 806x605 51521280192 1
ফাইল ছবিঃ সংগৃহীত

সাকিব আল হাসান শুধু ব্যাটেও নয়, বলেও রয়েছে তার সমান পারদর্শিতা। ১১ হাজারি রানের ক্লাবে প্রবেশের পরেই এবার প্রবেশ করলেন ২৫০ উইকেট শিকারের ক্লাবে।

দেশ সেরা প্লেয়ার সাকিব আল হাসান ২০০৯ সাল থেকে আইসিসির এক নাম্বার অলরাউন্ডার হিসেবে আছেন প্রায় বেশীর ভাগ সময় ধরেই। বিশ্বকাপের আগে দিয়েই রাশিদ খানকে পিছনে ফেলে আবার নিজের এক নাম্বার জায়গা ফিরে পান তিনি।

শুধু তাই নয়, সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০০০ রান এবং ২৫০ উইকেটের মালিক এখন সাকিবই।

FB IMG 1545318995136দ্রুততম ৫০০০ রান এবং ২৫০ উইকেট শিকারির তালিকা-

১. সাকিব আল হাসান – ১৯৯ ম্যাচ

২. আব্দুল রাজ্জাক – ২৫৬ ম্যাচ

৩. শহীদ আফ্রিদি – ২৭৩ ম্যাচ

৪. জ্যাক ক্যালিস – ২৯৬ ম্যাচ

৫. সনাথ জয়সুরিয়া – ৩০৪ ম্যাচ

97 Desk

Read Previous

পাকিস্তানকে ৫০০ রানের সতর্ক বার্তা ইংল্যান্ডের

Read Next

রেকর্ড গড়া ম্যাচে প্রোটিয়া বধ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share