

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড এবং বাংলাদেশ। কেনিংটন ওভালে টস জিতে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে।
শুরুর দিকে তামিম-সৌম্য ধীরে শুরু করলেও প্রথম পাওয়ার প্লে’র পর চড়াও হন ইংলিশ বোলারদের উপর। টাইগারদের উদ্বোধনী জুটি ভাঙ্গে ১১.৬ ওভারে দলীয় ৫৬ রানের মাথায়। ইংলিশ বোলার বেন স্টোকস কে মারতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে জনি বেয়ারেস্টো’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
এরপর তামিম-কায়েস মিলে ভালোই সামলাচ্ছিলেন। দলের ৯৫ রানের মাথায় প্লাঙ্কেট এর করা বলে মার্ক উডের হাতে ধরা পড়েন ওয়ানডাউনে খেলতে নামা ইমরুল কায়েস। ইমরুলের সংগ্রহ করেন ২০ বলে ১৯ রান।
তামিম পেয়েছেন অর্ধশতক। অপরাজিত আছেন ৭৮ রানে। মুশফিক যোগ্য সমর্থন দিয়ে অপরপ্রান্ত আগলে রেখেছেন ৩১ রানে।
৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৯ রান।