
গতকাল ছিলো দ্বাদশ বিশ্বকাপ আসরের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকার। বিশ্ব ক্রীড়াঙ্গনে এমন উন্মাদনার দিনে আগুন লাগে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) অফিসে। পরে আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা গেলেও পুড়ে যায় নগদ এক লক্ষ টাকা! এছাড়াও আরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় তলায় বিসিবির টুর্নামেন্ট কমিটির স্টোর রুমের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন ধরে যায় গতকাল (৩০ মে) বিকালে। ঘটনার পরেই অবশ্য দ্রুত ভবন থেকে অবস্থানকারীরা নেমে আসেন এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ক্ষয়ক্ষতি পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছাবার আগে তা রুমে ছড়িয়ে পড়ে। এতে ঐ রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যাতে পুড়ে যায় নগদ ১ লাখ টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র। তবে স্বস্তির খবর হলো, বড় ধরণের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরবর্তীতে সেখান থেকে অক্ষত অবস্থায় আরও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
সম্প্রতি চকবাজার, বনানী সহ বেশ কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় এমনিতেই ভীতসন্ত্রস্ত পুরো দেশ, সেখানে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিসে আগুন লাগার ঘটনা আতঙ্কিত করেছে সবাইকে। যদিও ক্ষয়ক্ষতি বেশি না হওয়ায় স্বস্তি পাচ্ছেন সবাই।
এদিকে বিশ্ব মঞ্চে অংশ নিতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মাঠের মিশন শুরু করবে আগামী ২ জুন। টাইগারদের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। এই ভেন্যুতেই গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরেছে ফাফ ডু প্লেসিসের দল, যে ম্যাচ চলাকালেই মিরপুরে ঘটে ছোটখাটো অগ্নিকান্ডের ঘটনা