

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে গতকাল থেকে (৩০ মে)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বড় পরাজয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার। আজ দ্বিতীয় দিনে একে অপরের মুখোমুখি হয়েছে দুই বারের চ্যাম্পিয়ন উইন্ডিজ ও ১ বারের চ্যাম্পিয়ন পাকিস্তান।
নটিংহামের ট্রেন্টব্রিজে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। ফিট না থাকায় উইন্ডিজ দলে নেই এভিন লুইস, শানন গ্যাব্রিয়েলরা। পাকিস্তান দলে নেই শোয়েব মালিক, আসিফ আলি। আজ খেলছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ দুজনই।
পাকিস্তান একাদশঃ
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।
উইন্ডিজ একাদশঃ
ক্রিস গেইল, শাই হোপ , শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশানে থমাস।