

গতকাল (৩০ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করলো স্বাগতিক ইংল্যান্ড। একদিন পর একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথমবার বিশ্বকাপে দলকে প্রতিনিধিত্ব করতে যাওয়া ব্যাটসম্যান লিটন দাস বলছেন জয়ের জন্যই মাঠে নামবেন, সেটা প্রথম ম্যাচ হোক বা নিয়মরক্ষার শেষ ম্যাচ।

কার্ডিফ থেকে প্রস্তুতি পর্ব শেষে বাংলাদেশ দল এখন অবস্থান করছে লন্ডনে। লন্ডনের কিংস্টন ওভাল মাঠেই নিজেদের বিশ্বকাপ শুরু করতে যাওয়া বাংলাদেশ কালকের দিনটি কাটিয়েছে নিজেদের মত করেই। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন দাস বলছেন শুরুটা দারুণভাবে করা অসম্ভব নয়, তবে কাজটা যে সহজ হবেনা স্বীকার করেছেন অকপটেই।
মূলত এমন কন্ডিশনে দক্ষিণ আফ্রিকানদের অভ্যস্ততাই এগিয়ে রাখবে তাদের উল্লেখ করে লিটন বলেন, ‘জেতা সহজ হবেনা। তাদের ব্যাটিং বেশ ভালো। এছাড়া এমন কন্ডিশনে তারা খেলেও অভ্যস্ত। পারবনা এমন বলার সুযোগ নেই, ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব।’
আসরে নিজেদের প্রথম ম্যাচ বলে জয় দিয়ে শুরু করার আলাদা তাড়না আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে লিটন উত্তর দিয়েছেন কূটনৈতিকভাবে, ‘প্রথম ম্যাচ বলে নয়, শেষ ম্যাচ হলেও জয়ের জন্যই নামতাম। এখানে আমরা জেতার জন্যই এসেছি। জয় পরাজয় কি হবে আগে বলা যায়না। তবে জিতবো এমন মনোভাবেই মাঠে নামি।’
নিজেদের প্রথম ম্যাচের ঠিক আগমুহূর্তে একটি প্রশ্ন লিটনের জন্য অবধারিতই ছিল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও এরপর ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প মিলিয়ে প্রায় মাসখানেক ধরে নেওয়া প্রস্তুতিতে কতটা সন্তুষ্ট লিটন? ব্যাটিং আর বোলিং বিভাগে নিয়েছেন উপযুক্ত প্রস্তুতি, প্রয়োজন ফিল্ডিংয়ে বাড়তি মনযোগ।
উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘সবমিলিয়ে আমরা বেশ ভারসাম্যপূর্ণ আছি। ফিল্ডিংয়ে আরেকটু গুছিয়ে উঠলে আরও ভালো হবে। ব্যাটিংয়ে অনেক রান হবে, রান আটকানো কঠিন হবে। বোলাররা মার খাবে, সেক্ষেত্রে ফিল্ডিংয়ে কিছু রান আটকানো গেলে সেটি হবে বাড়তি পাওনা।’