

অবশেষে অবসান হলো প্রতীক্ষার, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস দিয়ে শুরু হলো ব্যাট-বলের শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশন। যেখান প্রোটিয়াদের বিপক্ষ টস হেরে টুর্নামেন্ট শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড।
অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গত ২৩ মে শুরু হয় দ্বাদশ বিশ্বকাপের যাত্রা, এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে পর এবার তৈরি মূল মঞ্চ অর্থাৎ মাঠের লড়াই। সে লড়াইতে স্বাগতিকদের বিপক্ষে আজ মাঠে নেমেছে চারবারের সেমিফানালিস্ট দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ ডু প্লেসিস।
এই ম্যাচে দিয়েই চোট কাটিয়ে ফিরেছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক এউইন মরগ্যান, তবে ইনজুরিতে থাকা ডেল স্টেইনকে ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।
South Africa win the toss & bowl.
Here’s the teams. #bbccricket #CWC19 pic.twitter.com/fx9lEDlwYo
— Test Match Special (@bbctms) May 30, 2019
এদিকে বিশ্ব মঞ্চে এর আগে দুই দলের মুখোমুখি দেখায় ৬ বারে সমান ৩টা করে জয় দুই দলেরই। তাইতো আজকের ম্যাচটা জিতে হেড টু হেডে এগিয়ে যাওয়ার সাথে বিশ্বকাপের শুরুর ম্যাচেই জয় তুলে নিতে চাইবে দুই দলই।
ইংল্যান্ড একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, জফরা আর্চার ও লিয়াম প্লাঙ্কেট।
দক্ষিণ আফ্রিকা একাদশঃ ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক, এনগিডি, এইডেন মার্করাম, র্যাসি ভ্যান ডার ডুসেন, হাশিম আমলা।