

১১ বছরের বেশি সময় ভারতকে নেতৃত্ব দিয়েছেন, জিতিয়েছেন প্রায় ২৫০ এর কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ। চাপের মুখে হিমশীতল মানসিকতা, বুদ্ধিদীপ্ত পরিকল্পনাতে তার জুড়ি মেলানো ভার। ভারতকে পথ দেখাতে মাঠে কতভাবেই সাজিয়েছেন ফিল্ডার। তবে প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিতে মাহেন্দ্র সিং ধোনিকে কেন, ক্রিকেট ইতিহাসই এমন নজির দেখা যায় না সহসা। কাল বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে ভারতের ইনিংসের সময় এমনই এক কান্ড ঘটালেন ধোনি।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন আরও আগেই, ওয়ানডের দায়িত্বটাও কাগজেকলমে তুলে দিয়েছেন সময়ের সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলির কাঁধে। খাতাপত্রে দায়িত্বটা কোহলির হলেও মাঠে দলের প্রয়োজনে পরিকল্পনা আঁটেন ধোনিই, উত্তরসূরি হিসেবে কোহলিকে বাতলে দেন সঠিক পথ। এবারের বিশ্বকাপে দলের শিরোপা জয়ের লড়াইয়ে কোহলির চেয়েও ধোনির পরামর্শই বেশি গুরুত্বপূর্ণ বলেও মত দিয়েছেন বিষেজ্ঞরা।
অধিনায়ক হিসেবে আইসিসির সব ইভেন্ট জয় করা মাহেন্দ্র সিং ধোনি এবার ক্রিজে থেকে প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিয়ে গড়েছেন অনন্য উদাহরণ। গতকাল (২৮ মে) বিশ্বকাপের শেষ ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ৯৫ রানে জেতা ম্যাচে ধোনি করেছেন সেঞ্চুরি, ব্যাট হাতে পারফর্ম ছাড়িয়ে মুগ্ধ করেছেন প্রতিপক্ষকে ইতিবাচক ফিল্ডিং সাজিয়ে দিয়ে।
ভারতের ইনিংসের ৪০ তম ওভারে স্ট্রাইকে ৬০ রানে অপরাজিত ধোনি, বোলার বাংলাদেশের পার্ট টাইম স্পিনার সাব্বির রহমান। বল করতে দৌড়ে আসতেই ধোনি থামিয়ে দেন সাব্বিরকে, ইশারায় ফিল্ডার পরিবর্তন করতে বলেন। মূলত স্কয়ার লেগে দাঁড়ানো বাংলাদেশি ফিল্ডারটিকে সরিয়ে তার বাঁ দিকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন সাব্বিরকে। এমন অভিজ্ঞ একজন অধিনায়কের পরামর্শ মানতে দ্বিধা করেননি সাব্বিরও, ধোনির পরিকল্পনামতেই বদল করান ওই ফিল্ডারের অবস্থান।
সেই ঘটনার ভিডিওঃ
https://twitter.com/devame207/status/1133624918711656448?s=19
ধোনির এমন মানসিকতায় অবাক হয়েছেন ধারাভাষ্যকার থেকে ভক্তরাও। এমন দৃষ্টান্ত স্থাপনকে সবাই ইতিবাচকভাবেই নিচ্ছেন। ক্রিকেট যে শুধু ব্যাট-বলের লড়াই নয় তারই এক নজির গড়েছেন ধোনি, এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা।
Best thing in ICC World Cup till now! 💙
M.S.Dhoni batting in 39th over, asks the Bangladeshi Bowler to stop bowling and tells him to move his fielder wandering near mid wicket to square leg, and Bangladesh Team says okay and moves that fielder! 😂😂😂
Mahi mentoring EVERYONE! pic.twitter.com/dZ5PbGxcwv
— DJ Prithvi (@djprithviindia) May 28, 2019
Dhoni even sets field for the opposition team😂😂😂 #INDvBAN
— Aashim (@broken602) May 28, 2019
আগামী ৫ মে সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ভারত। যেখানে ক্যাপ্টেন কোহলির পাশাপাশি ভারতীয়রা তাকিয়ে থাকবেন ধোনির দুর্দান্ত ফিনিশিং ও কৌশলী পরামর্শের দিকে।