

২৪ মে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু, গতকাল (২৮ মে) ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে শেষ হল ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। একদিন বাদেই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের মূল লড়াই, এর আগে গা গরমের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শেষ ম্যাচে ভারতের কাছে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। বোলারদের ব্যর্থতার দিনে ব্যর্থ হয়েছে লোয়ার মিডলের ব্যাটসম্যানরাও। মাশরাফি বলছেন বোলারদের হতে হবে আরও যত্নবান, টপ অর্ডার ব্যাটসম্যানদের জানতে হবে তাদের দায়িত্ব।
১৮ মে ইংল্যান্ড পৌঁছে নিজেদের মত অনুশীলন করলেও বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাঠে নামার কথা ছিলো ২৬ মে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে। প্রতিটি দলই মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে খেলেছে দুটি করে ম্যাচ। বৃষ্টি বাঁধায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি হয় পরিত্যক্ত। ফলে নিজেদের বাজিয়ে দেখতে বাংলাদেশের সামনে গতকাল (২৮ মে) ভারতের বিপক্ষে ম্যাচটাই ছিল সম্বল।
৯৫ রানে হারা ম্যাচে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন বোলাররা। শুরুর লাগাম ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত, ১০২ রানে চার উইকেট হারানো ভারত লোকেশ রাহুল আর মাহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে তোলে ৩৫৯ রান। বড় লক্ষ্য তাড়ায় টপ অর্ডারের ভালো শুরুর পরেও মিডল, লোয়ার মিডলের ব্যর্থতায় খেই হারিয়ে বসে মাশরাফি বাহিনী।
ব্যর্থতার দিনে প্রাপ্তি টপ অর্ডার ব্যাটসন্যানদের গত কিছুদিনের ধারাবাহিকতা গতকালের ম্যাচেও টেনে আনা। তামিম ইকবালের বিশ্রামের দিনে ওপেন করা লিটন-সৌম্য দিয়েছেন ভালো শুরু, সৌম্য ইনিংস লম্বা করতে না পারলেও লিটন তুলেছেন ফিফটি। নার্ভাস নাইনটিতে কাটা পড়া মুশফিক খেলেছেন ৯০ রানের ঝকঝকে ইনিংস।

ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফির প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের টপ অর্ডার, শঙ্কা প্রকাশ করেছেন বোলারদের নিয়ে। তবে মাশরাফি বলছেন ফিটনেসের দিক থেকে নেই কোন সমস্যা, বোলারদের দিকে নজর দিতে হবে আরও। এ প্রসঙ্গে টাইগার দলপতি বলেন, ‘আমরা গত চার সপ্তাহ এখানে (আয়ারল্যান্ড-ইংল্যান্ড) পার করেছি। ফলে কিছু খেলোয়াড়ের ছোট খাটো সমস্যা আছে। দেখুন সব ঠিকঠাক (ফিটনেস), এখন আমাদের বোলারদের আরও যত্নবান হতে হবে।’
বোলারদের নিয়ে শঙ্কায় থাকা মাশরাফি প্রশংসায় ভাসিয়েছেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদের। সৌম্য, লিটন, মুশফিকের প্রশংসা করতে গিয়ে দিয়েছেন তাদের বাড়তি দায়িত্বও। ম্যাচ পরবর্তী নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে টাইগার কাপ্তান জানান, ‘আমাদের টপ অর্ডার কিছু রান পেয়েছে। সৌম্য ভালো ব্যাট করেছে, লিটন-মুশফিক তাদের কাজ দারুণভাবে করেছেন। সামগ্রিকভাবে টপ অর্ডারকে তাদের ভূমিকা সম্পর্কে বুঝতে হবে।’