

আগামী ৩০ মে বিশ্বকাপের মূল লড়াই শুরু হলেও বাংলাদেশ দল মাঠে নামবে তার তিন দিন বাদে অর্থাৎ ২ জুন, ভারতের বিশ্বকাপ মিশন শুরু আরও ৫ দিন পর। এর আগেই অবশ্য অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে কার্ডিফের সোফিয়ে গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপের পর লোকেশ রাহুল ও এমএস ধোনির ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভার শেষে৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

ম্যাচের শুরুতে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দুই দল মাঠে নামলে বৃষ্টি বাধায় ৩ বল খেলেই ছড়তে হয় মাঠ। এরপর আবার ম্যাচ শুরু হলে বল হাতে অগ্রিমূর্তি ধারণ করেন বাংলাদেশি বোলাররা, দলীয় ৫ রানের মাথায় ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ দেখান মুস্তাফিজুর রহমান। এরপর আরেক ওপেনার রোহিত শর্মাকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন তিনে ব্যাট করতে আসা ভিরাট কোহলি।
তবে সেই জুটিকে খুব বড় হতে দেননি রুবেল হোসেন, রোহিতকে আউট করে ভেঙেছেন ৪৫ রানের পার্টনারশিপ। সেখান থেকে দলীয় ৮৩ রানে ৪৭ রানে থাকা কোহলিকে মোহাম্মদ সাইফদ্দিন আউট করলে খানিক পরেই আবার আঘাত হানেন রুবেল হোসেন, নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বিজয় শঙ্করকে। ১০২ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুকছে ভারত, ঠিক তখনই দলের দায়িত্ব কাঁধে তুলে নেন লোকেশ রাহুল। টাইগার বোলারদের রীতিমত শাসন করে ধোনির সাথে গড়েন ১৬৪ রানের জুটি।
এরই এক ফাকে রাহুল তুলে নেন নিজের শতকটা, সাব্বির রহমানকের উইকেট দেওয়ার আগে ১২ চার ও ৪টা ছয়ের সাহায্যে ৯৯ বলে খেলে যান ১০৮ রানের ইনিংস। রাহুল আউট হলেও এদিন যেন থামানোই যাচ্ছিলো না মাহেদ্র সিং ধোনির ব্যাট, হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে ধ্বংসলীলা চালাতে থেকেন ধোনি। তবে ১১ বলে ২১ রান করে সাকিব শিকারে পরিণত হন পান্ডিয়া।
তাতে অবশ্য একেবারেই সমস্যা হয়নি ভারতের। এরপর নিজের ব্যক্তিগত শতকটা তুলে নিয়েছেন ধোনিও, শেষ ওভারে সাকিবের বোলে বোল্ড হওয়ার আগে ৮টা চার ও ৭টা ছয়ের মারে খেলে যান ৭৮ বলে ১১৩ রানের বিধ্বংসী এক ইনিংস। আর এতেই নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল পুঁজি পায় ভারত, জয়ের জন্য বাংলাদেশ দলের সামনে লক্ষ্য ৩৬০ রানের।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৩৫৯/৭ (৫০ ওভার) লোকেশ রাহুল ১০৮, এমএস ধোনি ১১৩, ভিরাট কোহলই ৪৭; সাকিব আল হাসান ২/৫৮, রুবেল হোসেন ২/৬২, মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৭, সাব্বির রহমান ১/৩০