

দুয়াড়ে দাঁড়িয়ে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২ জুন। লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের। লন্ডনে বাংলাদেশের প্রথম ম্যাচ; স্বাভাবিক ভাবেই তাই টিকিটের চাহিদা দর্শকদের কাছে একটু বেশি। ইংল্যান্ডের লন্ডনে প্রচুর বাংলাদেশির বসবাস। যাদের সবাই মাঠে যেয়ে নিজের দেশকে সমর্থন দিতে মুখিয়ে রয়েছে। তাই ম্যাচ শুরুর ছয় দিন আগেই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে। লন্ডনের ওভালে বিপুলসংখ্যক দর্শকের অকুণ্ঠ সমর্থন পাবেন টাইগাররা। এখন শুধু মাঠে দারুণ কিছু করে দেখানোর পালা সাকিব-মাশরাফিদের।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের লড়াই নিয়ে ইংল্যান্ডের রাজধানীতে বসবাসকারী বাংলাদেশির মধ্যে তুমুল রোমাঞ্চ বিরাজ করছে। যাদের অধিকাংশই সিলেটি। সবাই মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন। নিজের দেশকে সমর্থন দেবেন। যে কারণে ম্যাচটির টিকিট প্রায় শেষ হয়ে গেছে। প্রোটিয়া সমর্থকরাও নিজেদের প্রথম ম্যাচের টিকিট কিনেছে অনেক। আর তাতেই শেষ হয়ে গেছে মাশরাফি-প্লেসিস মহারণের সব টিকিট।
লন্ডনের কেনিংটন ওভালে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কেনিংটন ওভালের দর্শক ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০ জন। সূত্র অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মাত্র ১১৬টি টিকিট রয়েছে। যা অল্প সময়েই শেষ হয়ে যাবে। যদিও ম্যাচের বাকী এখনও ৬ দিন। সম্প্রতি বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্স, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের কারণে সমর্থকেরা টাইগারদের নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে পড়েছেন। যে কারণে দেখা দিয়েছে টিকিট সংকট।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জার্সির রং সবুজ। বাংলাদেশ দল তাদের মূল জার্সি অর্থাৎ লাল-সবুজ মিশ্রিত জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলেও পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে লাল জার্সিতে খেলতে দেখা যাবে টাইগারদের, যেখানে বাংলাদেশ দলকে অ্যাওয়ে দল হিসাবে ধরা হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহি।