

রবিবারই লন্ডন থেকে কার্ডিফ চলে গেল ভারত। যেখানে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে ভিরাট কোহালির দল। কিন্তু রবিবার সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যে বৃষ্টিতে একটা বল না হয়েই ভেস্তে গিয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। এ রকম আবহাওয়া চলতে থাকলে মঙ্গলবারের ম্যাচেও বিশ্বকাপের প্রস্তুতিতে খেলোয়াড়দের অনুশীলনে বড় একটা প্রভাব ফেলবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাই কার্ডিফের সোফিয়া গার্ডেনের পিচ নিয়ে চিন্তায় ভারত। তবে রবীন্দ্র জাদেজা বলেছেন, বিশ্বকাপের মূল আসরের ম্যাচে ব্যাটসম্যানরা ঠিকই সুবিধা পাবে। উইকেট হবে ব্যাটিং সহায়ক।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে নাস্তানাবুদ হয়েছে ভিরাট কোহলির দল। অন্যদিকে গতকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। রাত পোহালেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। সুতরাং মঙ্গলবার দুই দলই চাইবে নিজেদের সেরা প্রস্তুতিটা সেরে নিতে। কিন্তু এই ম্যাচের আগে উইকেট নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত।
কার্ডিফে আগামিকাল মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে কোহালির দল। রবিবার সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তাই আবারও সেই একই কন্ডিশন পেতে পারে দুই দল। ওই ম্যাচ নিয়ে জাদেজা বলেছেন,
‘এটা নিছকই একটা প্রস্তুতি ম্যাচ। একজন ব্যাটসম্যানকে কখনও একটা ইনিংস দিয়ে বিচার করা যায় না। তাই একটা ম্যাচে ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ইংল্যান্ডে প্রথম দিকে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন কাজ। ভারতে নিষ্প্রাণ উইকেটে খেলতে হয়। তবে এখনও আমাদের কাছে মানিয়ে নেওয়ার জন্য আরও সময় আছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেট একই ধরনের থাকলে ব্যাটসম্যানদের অনুশীলনে বাধা হয়ে দাঁড়াবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছেন একমাত্র জাদেজা। কিন্তু ব্রিস্টলের পিচে কিউই বোলারদের সামনে বাকি কেউ যেন দাঁড়াতেই পারেননি। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে সফল রবীন্দ্র জাদেজা আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে শুরু হলে পিচের চরিত্র বদলে যাবে। সাংবাদিকদের তিনি বলেন,
‘ইংল্যান্ডের পরিবেশ ঠিক যে রকম হয়, সে রকম ছিল। পিচ প্রথম দিকে একটু নরম ছিল। কিন্তু যত ম্যাচ গড়িয়েছে, ব্যাটিংয়ের পক্ষে ভালো হয়ে গছে। আশা করব, বিশ্বকাপ শুরু হলে পিচে এত ঘাস থাকবে না আর ব্যাটসম্যানেরাও সুবিধা পাবে। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং ইউনিটকে একটু দক্ষ করতে হবে। আমাদের দলে অভিজ্ঞতার কমতি নেই। তাই চিন্তারও কিছু নেই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিন আটে নেমে ৫৪ রান করেন জাদেজা। ১৯ রান এসেছে কুলদ্বীপের ব্যাট থেকে। এই ম্যাচটিকে শিক্ষা হিসেবেই নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টপ-অর্ডাররা ব্যর্থ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে টেলএন্ডারদের দায়িত্ব নিতে হবে দলকে বাঁচানোর। সেটা ম্যাচে দল হেরে গেলেও শেষদিকের ভারতীয় ব্যাটসম্যানরা করে দেখিয়েছেন।