

সেরা আট ক্রিকেট খেলুড়ে দেশের লড়াই দেখার অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী মাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ডিনার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজাকে।
আইসিসির আয়োজনে ডিনারের পাশাপাশি ছিল প্রশ্নোত্তর পর্ব। বাংলাদেশের দলপতি মাশরাফি ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এই চার অধিনায়ককে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে জানায় আইসিসি।
বিশ্বকাপের পর সবথেকে বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। উত্তেজনাকর এই টুর্নামেন্টে এশিয়ার প্রতিনিধি হিসেবে গ্রুপ ‘এ’ তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত তিন পরাশক্তির বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে মাঠে নামবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সবকটি দলই অভিজ্ঞ ও তরুণ তারকা ক্রিকেটার দিয়ে দল গঠন করেছে।