

আসন্ন বিশ্বকাপের আগে চোট যেন আস্তানা গেড়ে বসেছে অংশগ্রহণকারী দলগুলার মধ্যে, যেখানে স্বাগতিক ইংল্যান্ডও পড়েছে বেশ অস্বস্তিতে। থ্রি-লায়ন্স অধিনায়ক এউইন মরগানের পর আজ চোটে পড়েছেন দলটির দুই পেসার জফরা আর্চার ও মার্ক উড। তাদের চোটেই ফিল্ডিংয়ে নেম যেতে হয় দলটির সাবেক অলরাউন্ডার পল কলিংউডকে।
২০০১ সালে পঞ্চাশ ওভারি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, ওই ফরম্যাট দিয়েই ইংল্যান্ডের জার্সিকে বিদায় বলেছেন আজ থেকে প্রায় ৯ বছর আগে অর্থাৎ ২০১১ সালে। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে নতুন ক্যারিয়ার শুরু করেছেন সাবেক অলরাউন্ডার পল কলিংউড, বর্তমানে আছে ইংলিশদের ফিল্ডিং কোচ হিসাবে। বিশ্বকাপে মূল লড়াইয়ে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে আজ (শনিবার) মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড, সেখানেই ফিল্ডিং করতে নেমে গেলেন কলিংউড।
মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদাম্পটনের প্রথমে ফিল্ডিং করতে নেমে চোট পেয়ে উঠে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। তার জায়গায় নেমেছিলেন বহুল আলোচিত ক্রিকেটার জফরা আর্চার। ডিপ মিড উইকেটে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে উঠে গিয়েছিলেন তিনিও।
একের পর এক ফিল্ডারদের পাওয়া এমন চোট পরবর্তীতে জার্সি পরে নেমে গেলেন দলটির বর্তমান ফিল্ডিং কোচ ও সাবেক ক্রিকেটার পল কলিংউড। উডের ৩৩ নম্বর জার্সি গায়ে চাপিয়ে ফিল্ডিং করেছেন কাভারের মতো জায়গাতেও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেসার মার্ক উড নিজের করা চতুর্থ ওভারের সময় প্রথমে চোট পেয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার পরিবর্তে নেমেছিলেন ডাগ আউটে বসে থাকা জফরা আর্চার। ডিপ মিডউইকেটে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে উঠে গিয়েছিলেন তিনিও। তার জায়গায় আবার ফিল্ডিংয়ে নেমেছিলেন জো রুট। আধ ঘন্টার প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে অবশ্য আবার নেমেছিলেন জফরা আর্চার। ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘মার্ক উড বা পায়ে চোট পেয়েছে।’