

আগামী মাসের ৫ তারিখে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ ম্যাচের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভিরাট কোহলির দল। আজ প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। ব্যাটিং বিপর্যয়ের পরে জাদেজার ফিফটিতে ১৫০ রানের গন্ডি পার করেছে ভারত।
লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতেছেন ভিরাট কোহলি। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান নামেন ইনিংসের গোড়াপত্তন করতে।
ট্রেন্ট বোল্ট বাঁহাতি বোলার। বাঁহাতি গতি তারকার বিপক্ষে এলবিডব্লিউ হবার রোগটা রোহিত শর্মার পুরাতন। সেই রোগটা সারেনি এখনো। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন রোহিত (২)। রিভিউ নিয়েও পার পাননি তিনি।
নিজের পরের ওভারের ১ম বলে শিখর ধাওয়ানকে ফেরান ট্রেন্ট বোল্ট। উইকেটের পেছনে থাকা টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফেরেন ফেরেন ৭ বলে ২ রান করা ধাওয়ান। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি, পরে উইলিয়ামসন রিভিউ নিলে কপাল পোড়ে ধাওয়ানের।
নিজের তৃতীয় ওভারে এসেও উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। লোকেশ রাহুল বোল্টের হালকা লাফিয়ে ওঠা বলে বোল্ড হন (প্লেইড অন)। ১০ বল স্থায়ী ইনিংসে ১ চারে ৬ রান করেন লোকেশ।
টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তবে কলিন ডি গ্র্যান্ডহোমের শুরুর ওভারেই সাজঘরে ফেরেন কোহলি। ২৪ বলে ৩ চারে ১৮ রান করে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।
৫ম উইকেট জুটিতে মাহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া মিলে তোলেন ৩৮ রান। ৩৭ বলে ৬ চারে ৩০ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। দুই বল বিরতি দিয়ে জিমি নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হন দীনেশ কার্তিক।
দলীয় স্কোরে আর ১০ রান যোগ করার পর আউট হয়ে ফিরে যান ৪২ বলে ১৭ রান করা ধোনিও। ধোনি যখন ৭ম ব্যাটসম্যান হিসাবে সাজঘরে ফেরেন ভারতের দলীয় ১০০ পূর্ণ হতে তখনও ৯ রান বাকি।
এরপরেও ভারতীয় দলের সোর ১৭৯ অব্দি যায় রবীন্দ্র জাদেজার ঝড়ো ফিফটিতে। ৫০ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৪ রান করে ৯ম ব্যাটসম্যান হিসাবে আউট হন জাদেজা। কুলদ্বীপ যাদব করেন ১৯ রান।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ৪ ও জিমি নিশাম নেন ৩ উইকেট।