

চোটের কারণে একাদশে ঠাঁই হচ্ছে না নিয়মিত। তার উপর আবার মুস্তাফিজ-মাশরাফির সাথে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেয়ে সাইফ উদ্দিন আছেন বেশ ছন্দে। ফলে একাদশে অনেকটাই অনিশ্চিত অভিজ্ঞ রুবেল হোসেন। তবে সুযোগ পেলে দলের জয়ে রাখতে চান অবদান, হতে চান বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের একজন।

গতকাল (২৪ মে) থেকে অফিশিয়ালি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাট-বলের লড়াই। ২৬ ও ২৮ মে পাকিস্তান আর ভারতের বিপক্ষে দুটি গা গরম ম্যাচ খেলতে বর্তমানে কার্ডিফে অবস্থান করছে বাংলাদেশ দল। নিয়মিত চলছে অনুশীলন। শুক্রবার (২৪ মে) করা অনুশীলনের ফাঁকে রুবেল জানিয়েছেন নিজের স্বপ্নের কথা, বলছেন এখন পুরোপুরি ফিট তিনি।
রুবেলের একাদশে থাকাটা নির্ভর করছে সাইফ-মুস্তাফিজের বিশ্রাম কিংবা টিম ম্যানেজম্যান্টের চার পেসার খেলানোর ভাবনার উপর। সদ্য সমাপ্ত ঢাকা লিগ থেকেই সাইড স্ট্রেইনে ভোগা রুবেল জানিয়েছেন তিনি এখন পুরো ফিট, ‘আমি এখন পুরোপুরি ফিট। শেষ ৪-৫ সেশনে পুরো শক্তিতে বল করেছি। বলতে পারেন সম্পূর্ণ ফিট।’
আগামী ২৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে ও ২৮ তারিখ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্কোয়াডের ১৫ জনই খেলতে পারবেন বলে আলাদা সুযোগের প্রয়োজন নেই রুবেলের। বল হাতে করতে চান ভালো কিছু যেন সুযোগ মিলে মূল পর্বের ম্যাচে, ‘এখানে (প্রস্তুতি ম্যাচে) ভালো পারফর্ম করলে মূল ম্যাচে সুযোগ মিলবে। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা থাকবে।’
৯৭ ওয়ানডেতে ১২৩ উইকেট, মাশরাফির পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে নিয়েছেন ১০০ উইকেট। ডেথ ওভারে অধিনায়কের অন্যতম অস্ত্র ২৯ বছর বয়সী রুবেল জানিয়েছেন ভালো বল করে হতে চান দলের জয়ে অংশীদার, ‘আমি চাই ভালো বল করতে। ম্যাচ জয়ে অবদান রাখতে। ভালো বোলিংয়ে দলের জয়ের অংশীদার হতে চাই। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবো।’
বিশ্বকাপ অন্যতম মেগা আসর, সবারই আলাদা নজর থাকে এ টুর্নামেন্টে। ফলে একাদশে নিয়মিত হলে করতে চান এমন বোলিং যেন থাকতে পারেন সেরা পাঁচে, ‘গোটা বিশ্ব এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকে। আমি যদি নিয়নিত খেলি আর ভালো কিছু করতে পারি। লক্ষ্য থাকবে বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের মধ্যে থাকা।’