

বিশ্বকাপ শুরুর আগে ২৫ মে সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গা গরমের ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ইংল্যান্ড। তবে সেই ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না তাঁদের অধিনায়কের সার্ভিস। ইনজুরিতে পড়া এউইন মরগান মিস করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।

বিশ্বকাপ সন্নিকটে, এর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। তবে সেখানেও বাঁধছে বিপত্তি। ইংলিশ দলপতি অনুশীলনের সময় ব্যাথা পেয়েছেন বাঁহাতের তর্জনীতে। ফিল্ডিং অনুশীলন করার সময় বাঁহাতের আঙ্গুলে চোট পান মরগান।
পরে মরগানকে নেওয়া হয় হাসপাতালে। এক্স রে শেষে ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) এক বিবৃতি দিয়ে জানিয়েছে- মরগানের চোট পাওয়া আঙ্গুল হালকা চটে গেছে। তবে ৩০ তারিখে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোপুরি সুস্থ হয়ে মরগান মাঠে নামতে পারবেন বলে মনে করে ইসিবি।
Injury update: Eoin Morgan has sustained a small flake fracture but is expected to be available for our first #CWC19 match. 👇
— England Cricket (@englandcricket) May 24, 2019
প্রস্তুতি ম্যাচে অবশ্য খেলা হচ্ছেনা মরগানের। মরগানকে ছাড়াই বাংলাদেশ সময় বেলা ৩ টা বেজে ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
বিশকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াডঃ
জেসন রয়, জনি বেয়ারস্টো , জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স।
BREAKING: Australia name their #CWC19 squad! pic.twitter.com/jmz7KhPKxA
— Cricket World Cup (@cricketworldcup) April 15, 2019
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জ্যাসন বেহ্রেন্ড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।