
মঙ্গলবার (২১ মে) আনুষ্ঠানিক ভাবে ইংল্যান্ড ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চূড়ান্ত দলে লিয়াম ডসনের জায়গা পাওয়া সময়ের ব্যাপার। ডসন ছাড়াও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাচ্ছেন আরো দুইজন। আগেই বাদ পড়া অ্যালেক্স হেলস ছাড়া প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়াদের মধ্যে আরো দুইজনকে বাদ পড়তে হচ্ছে।

ইংল্যান্ডের হয়ে ৩ টি করে টেস্ট ও ওয়ানডে খেলা লিয়াম ডসন ইংল্যান্ডের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলেছেন ৬ টি। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে। ২০১৮ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শেষ ওয়ানডের পর ডসন নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া লিগে।
হ্যাম্পশায়ারের হয়ে খেলা লিয়াম ডসন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে উইকেট নিয়েছেন ১৮ টি। ব্যাট হাতে ডসন রান করেছেন ২৭১। ইংল্যান্ডের ঘোষিত ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে (প্রাথমিক) ছিলেন না ডসন। সেখানে ছিলেন জো ডেনলি।
জো ডেনলিকে বাদ পড়তে হচ্ছে লিয়াম ডসনের অন্তর্ভূক্তির কারণে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয়েছেন ডেনলি। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন যার মধ্যে এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। বাকি দুই ম্যাচে ৬ ওভার বল করে ডেনলি ছিলেন উইকেট শূন্য। ২১ বল মোকাবেলা করে ব্যাট হাতে করেন মাত্র ১৭ রান।

আদিল রশিদ ও মইন আলির পর তৃতীয় সেরা স্পিনারের তকমা নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবেন লিয়াম ডসন। প্রধান কোচ ট্রেভর বেলিস, অধিনায়ক এউইন মরগান ও নির্বাচক এড স্মিথের বৈঠকে সিদ্ধান্ত এসেছে ডসনকে দলে নেবার।
প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আসবে আরো দুইটি। বারবাডোসে জন্ম নেওয়া জফরা আর্চারকে জায়গা দিতে বাদ পড়বেন বাঁহাতি সিমার ডেভিড উইলি। ড্রাগ টেস্টে পাশ করতে না পারা অ্যালেক্স হেলসের স্থলাভিষিক্ত হবেন জেমস ভিন্স।
১৭ এপ্রিলে ঘোষণা করা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড (প্রাথমিক)
জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, মার্ক উড, অ্যালেক্স হেলস, টম কারেন, জো ডেনলি ও ডেভিড উইলি।