

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ প্রকাশ করেছে আসন্ন বিশ্বকাপে যারা ধারাভাষ্য কক্ষে থাকবেন তাঁদের তালিকা। বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার হিসাবে বিশ্বকাপে থাকবেন যথারীতি আতহার আলি খান। ২৪ জনের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসাবে আছেন তিনি।

২০১৫ বিশ্বকাপে শিরোপা উচিয়ে ধরেছিলেন সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্ক। চার বছর বাদে এবার ২০১৯ বিশ্বকাপে মাইক হাতে তুলে নিচ্ছেন তিনি। থাকবেন ধারাভাষ্যকার হিসাবে।২০১৫ বিশ্বকাপ ফাইনালে হেরে রানার আপ হওয়া দল নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। এবার ক্লার্কের মতো তিনিও করবেন ধারাভাষ্য।
কমেন্টেটর প্যানেলে আছেন তিন ভারতীয় ধারাভাষ্যকার- হার্শা ভোগলে, সৌরভ গাঙ্গুলি ও সঞ্জয় মাঞ্জরেকার। ওয়াসিম আকরাম ও রমিজ রাজা- পাকিস্তানের এই দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ধারাভাষ্য কক্ষে করবেন পাকিস্তানের প্রতিনিধিত্ব। একমাত্র লঙ্কান হিসাবে আছেন কুমার সাঙ্গাকারা।
নারী ধারাভাষ্যকার হিসাবে আছেন তিন জন- মেল জোন্স, অ্যালিসন মিশেল ও ইশা গুহা।
Check one two
Check one two
*taps* 🎙️
Is this thing on?Introducing our #CWC19 commentators! pic.twitter.com/BS2Pdwn7cN
— Cricket World Cup (@cricketworldcup) May 16, 2019
Why, why the torture 😑😑😑
Why Manjrekar???Shane Warne had once told a story from Richie Benaud,-
“When commentating you need to gentle, you are going into the house’s, living rooms of people through this live telecast. You should not sound arrogant/disturbing to the audience”— Kunal Thakur (@kunalthakur2020) May 16, 2019

বিশ্বকাপে ধারাভাষ্যকারের তালিকাঃ
ইয়ান বিশপ, গ্রায়েম স্মিথ, মেল জোন্স, পমি এমবাঙ্গুয়া, মাইকেল স্ল্যাটার, হার্শা ভোগলে, নাসের হুসাইন, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, অ্যালিসন মিশেল, সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জরেকার, মার্ক নিকোলাস, ওয়াসিম আকরাম, ব্রেন্ডন ম্যাককুলাম, আতহার আলি খান, শন পোলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড, মাইকেল হোল্ডিং, মাইকেল অ্যাথারটন, সৌরভ গাঙ্গুলি, ইয়ান স্মিথ ও মাইকেল ক্লার্ক।