

সবকিছু ঠিকঠাক, আসন্ন বিশ্বকাপের পর পর্দা উঠতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ২২ তারিখ। সেই ড্রাফটের জন্য টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড ৫৩৬ ক্রিকেটারের নাম উঠবে এবার নিলামে, যেখানে অন্যান্য দেশের পাশাপাশি থাকছে বাংলাদেশি ক্রিকেটারদেরও আধিপত্য। সাকিব, তামিম, মুশফিক সহ এবার সিপিএল ড্রাফটে থাকছে ১৯ জন টাইগার ক্রিকেটারের নাম। যদিও গত আসরের ড্রাফটে থাকলেও এবার নেই মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
আয়োজক উইন্ডিজের পাশাপাশি এবার আরও ২০ দেশের ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে ক্যারিবিয়ান লিগের প্লেয়ার্স ড্রাফটের জন্য। সর্বমোট ২১ দেশের ৫৩৬ ক্রিকেটারের নিলামে উইন্ডিজের থাকছে ১৭৮ জন, পাকিস্তানের ৮২ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ইংল্যান্ডের ৪১ জন, আফগানিস্তানের ৩৫ জন, শ্রীলঙ্কার ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৩ জন, বাংলাদেশের ১৯ জন ও অস্ট্রেলিয়ার ১৮ জন।
অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২ জন, কানাডার ১২ জন, জিম্বাবুয়ের ১০ জন, হংকংয়ের ৫ জন, আয়ারল্যান্ডের ৪ জন, নেপালের ৪ জন, স্কটল্যান্ডের ৩ জন, আরব আমিরাতের ৩ জন, কেনিয়ার ২ জন, বারমুডার ১ জন ও ওমানের ১ জন ক্রিকেটার্স ড্রাফটে সুযোগ পেয়েছেন। এছাড়াও ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে সিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন ইরফান পাঠান।
নিলামে ডাক পাওয়া বাংলাদেশি ১৯ ক্রিকেটাররাঃ তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, ও সাইফ হাসান।
প্রসঙ্গত, সিপিএলের আসন্ন মৌসুম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ অগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে সূচি বদলে নতুন সূচি অনুযায়ী সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর৷ তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।