

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। মূল পর্বে মাঠে নামার আগে র্যাংকিয়ে ১৮ নম্বর থেকে ১৫ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন ‘দ্য ফিজ’। কাটার মাস্টারের সাথে বোলার র্যাংকিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজার। ৯ নম্বরে সাকিব ও ১৪ নম্বরে অবস্থান করছেন মাশরাফি। অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।
সেরা আট ক্রিকেট খেলুড়ে দেশের টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকা। আইসিসির সর্বশেষ প্রকাশিত ব্যাটসম্যান ও বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ জায়গা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও কাগিসো রাবাদা। ভিলিয়ার্স আগের মতো ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে থাকলেও বোলিংয়ে স্বদেশী ইমরান তাহিরকে পেছনে ফেলে শীর্ষ জায়গা দখল করেছেন রাবাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে তিন ম্যাচে ৭ উইকেট নেন এই পেসার। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ র্যাংকিংয়ে চার ধাপ এগিয়েছেন ২২ বছর বয়সী রাবাদা।