

এসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ২০০ রান করে করেছিলেন টানা পাঁচ শতক। তবে সারের হয়ে দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে আউট হয়ে গড়তে পারলেন না টানা ছয় শতকের রেকর্ড। সারের হয়ে সাঙ্গাকারার শেষ ছয়টি ইনিংস ১৩৬,১০৫,১১৪,১২০,২০০ ও ৮৪।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে শতকের দেখা পেয়েছিলেন সাঙ্গাকারা। ক্রিকেট দুনিয়ার মাত্র সাত জন ব্যাটসম্যান আছেন যারা প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা পাঁচ বা তার বেশি শতকের দেখা পেয়েছেন। সাঙ্গার আগে এভারটন উইকস, ব্রায়ান লারা, মাইক হাসি ও পার্থিভ প্যাটেল টানা পাঁচ সেঞ্চুরি করেছিলেন। টানা ছয়টি সেঞ্চুরি আছে সিবি ফ্রাই, মাইক প্রোক্টার ও ডন ব্র্যাডম্যানের। ১৬ রানের জন্যে ডন ব্র্যাডম্যান, প্রোক্টার, ফ্রাইদের ছোঁয়া হলোনা সাঙ্গাকারার।
২০১৫ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেও এখনও খেলে যাচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। বিপিএলে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অংশ ছিলেন এই শ্রীলঙ্কান কিংবদন্তী।