

মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার আগে নিজেদের ঝালিয়ে নেবার জন্যে ও ইংলিশ কন্ডিশনে নিজেদের মানিয়ে নেবার নিমিত্তে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে টাইগাররা। ১ম প্রস্তুতি ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটে হেরে বসেছে টাইগাররা। তাই প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সর্বোচ্চ পরিমাণ প্রস্তুত করতে মরিয়া ছিলো মাশরাফি বাহিনী। সোমবার কঠোর অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলকে।
পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রানের বিশাল সংগ্রহও কাজে আসেনি শেষদিকে বোলারদের পারফর্মেন্সে। তাই বোধহয় কোর্টনি ওয়ালশ তার শিষ্যদের ঘাম ঝরিয়েছেন আলাদা করেই। পাকিস্তানের বিপক্ষে করা ভুলগুলোর সমাধান খুঁজে ফিরেছে বোলাররা গুরু ওয়ালশের কাছ থেকে। মাশরাফি, মুস্তাফিজ ও তাসকিনকে নিয়ে আলাদা করে কাজ করেছেন ওয়ালশ।
৩৪১ রান তুললেও পাকিস্তানের বিপক্ষে ডেথ ওভারে ব্যাটিং সন্তোষজনক ছিলো না। তাই ব্যাটিং নিয়ে আত্মতৃপ্তিতে না ভুগে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করতে নেটে সময় কাটিয়েছেন ব্যাটসম্যানরা। সাকিব, সৌম্যদের মনোযোগী ছাত্রের মতো নেটে সময় কাটাতে দেখা গেছে।
বাজে ফিল্ডিংকে হারের কারণ(পাকিস্তানের বিপক্ষে) বলেছিলেন ইমরুল কায়েস। তাই ফিল্ডিং অনুশীলনেও তামিম ইকবালরা ছিলেন মনোযোগী।
কঠোর অনুশীলনের ফল আজ মাঠে দেখতে চাইবে টাইগার সমর্থকরা।