

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের আগে নিজেদেরকে ঝালিয়ে নেবার সুযোগ পেলোনা অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পণ্ড হয়ে গেছে বৃষ্টিতে।
ইংল্যান্ডের বার্মিংহামে ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির বাঁধা। ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিশিয়ালরা। বৃষ্টির জন্য খেলা শুরু হতে বেশ বিলম্ব হয়। বৃষ্টি কিছুটা কমলে শুরু হয় খেলা। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। শুরুতে পাকিস্তানি পেসার আমিরের বলে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হন। ফিঞ্চ ও স্মিথের ব্যাটিংয়ে ১০.২ ওভারের সময় দলীয় ৫৭/১ রানে আবার বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। পরে বৃষ্টি আর না থামলে ফিল্ড আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত ছিলেন ওপেনার অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের হয়ে ৪ ওভারে ৯ রান খরচে একমাত্র উইকেটটি নেন মোহাম্মদ আমির।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পরাজিত করে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া ৫৭/১ (১০.২)
ফিঞ্চ ৩৬*, ওয়ার্নার ১১, আমির ৯/১
ম্যাচ পরিত্যক্ত।