

ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে পুরনো কথাই আবার উঠে এসেছে। ভারত-পাকিস্তান ক্রিকেটের মাঝে দুই দেশের সীমান্তের অস্থিরতার প্রভাব বেড়েই চলেছে। প্রায়ই দুই প্রতিবেশী দেশের সীমান্তে স-ং-ঘ-র্ষ ঘটছে। এমন বেগতিক অবস্থায় পাকিস্তানের সাথে কোন সিরিজ খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ভারত।
দুবাইয়ে অবস্থিত আইসিসি সদর দপ্তরে সোমবার দুই দেশের বোর্ড কর্তাদের আলোচনায় বসার কথা ছিল। এই সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা রাজিব শুক্লা আগের কথাই মনে করিয়ে দিলেন। তিনি বলেছেন, ‘আমরা বিজয় গোয়েলের (ইউনিয়ন ক্রীড়ামন্ত্রী) সাথে কথা বলেছিলাম। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে আমরা পাকিস্তানের সাথে খেলব।’
দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সাথে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। শুক্লা সেকথা উল্লেখ করেই জানান, ‘সরকার থেকে কোনও সম্মতি না পাওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না।’ অন্যদিকে বিজয় গোয়েল সীমান্তের অস্থিরতাকে স-ন্ত্রা-স বলে মনে করছেন। এই ইউনিয়ন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমি আগেই সরাসরি জানিয়েছি পাকিস্তানের সাথে কোনও দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব না। কারণ পাকিস্তানিদের কাছ থেকে স-ন্ত্রা-সবাদ বন্ধ না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের উন্নতি হতে পারে না। খেলা ও স-ন্ত্রা-স কখনও পাশাপাশি চলতে পারে না।’
বিশ্বকাপ এবং অন্যান্য আইসিসি ইভেন্টের খেলায় পাক-ভারত দ্বৈরথ দেখা গেলেও ২০১২ সালের পর থেকে তাদের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন হচ্ছেনা। বার্মিংহামে জুনের ৪ তারিখ ক্রিকেটের ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। আইসিসির বড় আসরগুলোতে একই গ্রুপে রাখা হয় চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলকে।