

গ্রুপ পর্বে শুধু ভালো খেললেই হবেনা, খেলতে হবে সেমি ফাইনালও। এ নিয়ে আশাবাদী টাইগার দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
পহেলা জুন শুরু হচ্ছে আইসিসি’র মেগা আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিনই উদ্বোধনী ম্যাচে কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশকে নিয়ে আশার কথা শুনিয়েছেন অনেকেই। এই কাতারে এবার খালেদ মাহমুদ যোগ করালেন নিজের নাম। গত দুই বছর ধরে ছন্দে থাকা নিজের দলকে নিয়ে বলেন, ‘আমি মনে সেমি ফাইনাল খেলা উচিৎ আমাদের। যদিও কঠিন গ্রুপে পড়েছি, তবে আমার বিশ্বাস আমরা পারবো এবং এটাই আমাদের লেভেল।’
তিনি আরো বলেন, ‘এখানে কোন গ্রুপই সহজ না। সব দলকেই কঠিন পরীক্ষা দিয়েই যেতে হবে সেমি ফাইনালে। আমরাই শুধু কঠিন গ্রুপে না, নিউজিল্যান্ড-অষ্ট্রেলিয়াও কঠিন গ্রুপে। এখন আমরা ছয় নাম্বার র্যাংকিংয়ে। এখানে সবাই সমান এবং কোন অজুহাত দেখানোর সুযোগ নেই।’
সব সেরা দলের সাথে আমাদের খেলতে হবে এখানে। নিজেদের সেরাটা দিয়েই লড়াই করে যেতে হবে। যদি সেটা ঠিকভাবে করতে পারি তবে আমাদের জন্য অনেক কিছুই করা সম্ভব হবে বলে যোগ করেন টাইগারদের সাবেক ম্যানেজার।
গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সাথে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ৫ জুন অষ্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে।