

দক্ষিণ আফ্রিকার দলপতি এবি ডি ভিলিয়ার্স আম্পায়ারদের বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে নাখোশ। ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে এমন ঘটনা ঘটে। তবে এই ঘটনা শেষও হয়ে গেছে বলে জানিয়েছেন ভিলিয়ার্স।
ইংল্যান্ডের ব্যাটিং করার সময়ে ৩৪তম ওভার শুরু হবার আগে আম্পায়ার রব বেইলি ও ক্রিস গাফফানি দক্ষিণ আফ্রিকার দলপতি ভিলিয়ার্সকে ডাকেন। আম্পায়ারদ্বয় তাকে অভিযোগের সুরে জানান, বলের আকৃতি পরিবর্তন হবার সন্দেহের কথা।
ভিলিয়ার্স এই বিষয়ে গনমাধ্যমকে বলেন, ” আম্পায়ারদের মনে হয়েছিলো বলের আকৃতি পরিবর্তন করা হয়েছে। একভাবে তারা এই ঘটনার জন্যে আমার দলকে দায়ী বোঝাচ্ছিলেন। আমি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমি জানি না আমি কি বলবো, আমি বেশ বিপর্যস্ত ছিলাম। যদিও এখন এটা মিটে গেছে। খারাপ কিছুই ঘটেনি, জরিমানা করা হয়নি কাউকেই। “
তিনি আরো বলেন, ” আমি আম্পায়ারদের বলেছিলাম বলের অবস্থা নিয়ে আমাদের কোন হাত ছিলো না”।
আর বলের অবস্থা সম্পর্কে ওরকম কিছুই জানতে বা বুঝতে পারেননি বলে জানিয়েছেন ইংলিশ অধিনায়ক মরগান।