

পোর্ট অব স্পেন, ১৭ মার্চ ২০০৭। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৮ম ম্যাচ। তবে কে জানতো সাকিব-তামিমদের মত অচেনা বাঘেরা হারিয়ে দিবে শক্তিশালী ভারতকে!
যে দলে ছিলো সৌরভ গাঙ্গুলির মত অধিনায়ক, শেবাগ, দ্যা গ্রেট ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, ধোনি, যুবরাজদের মত তারকারা। সেখানে সাকিব, তামিম, মুশফিকদের কয়জনই বা চিনতো।
তবে সেদিন যেটি ঘটেছিলো সেটা আজীবন মনে রাখবে দুই দেশের ক্রিকেট বোদ্ধারা। ভারত মনে রাখবে বাংলাদেশের সাথে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া আর, বাংলাদেশ মনে রাখবে ভারতকে হারিয়ে সুপার এইট পর্বে যায়গা করে নেয়ার জন্য।
এতসব স্মৃতি আদৌ ভুলেননি শচীন টেন্ডুলকার। সম্প্রতি মুক্তি পাওয়া নিজের বায়োপিক শচীনঃ অ্যা বিলিয়ন ড্রিমসে বলেন, ‘এমন হারের পেছনে দায়ী ছিল সে সময়ের কোচ গ্রেগ চ্যাপেল। সে আমাদের দলকে যেভাবে পরিচালনা করেছিলো তাতে দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই আপত্তি তুলেছিলো।
বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে চ্যাপেল আমাদের ব্যাটিং লাইনআপে ব্যাপক পরিবর্তন এনেছিলো। যেখানে অন্য দল গুলো বিশ্বকাপকে মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছিলো সেখানে আমাদেরকে নিয়ে তখনো পরীক্ষা চলছিলো। যেটা খুব বাজে প্রভাব ফেলে দলের উপর।’
শচীন আরো বলেন, ‘আমি তখনকার বিসিসিআইয়ের এক বোর্ড কর্মকর্তাকে বলেছিলাম, আমি তার কোচিংয়ে অখুশি এবং চ্যাপেল এর এমন ব্যাটিংয়ে পরিবর্তন আনা ভুল।’
শচীন তার বায়োপিকে ঐ হারের জন্য পুরোপুরি ভাবে কোচ গ্র্যাগ চ্যাপেলকে দোষী দাবী করছেন। শচীন বলেন, ‘আমি কখনো ভাবিনি বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে আমরা হারবো। তবে এও শিকার করতে হবে, ‘আমরা তখন একটি দল হিসেবে ছিলামনা। এবং এই ব্যাপারটি আমি বোর্ডকেও জানিয়েছিলাম।’