

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা কাজে দিচ্ছে বলতেই হয়। অধিনায়কের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আন্ডারডগ হয়ে শুধু চমক দেখানোর অপেক্ষা টাইগারদের। তবে চমকের আগে ধমকটা ভালোই দিচ্ছে বাংলাদেশ।
গা গরমের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে সকালে টসে জিতে টাইগার অধিনায়কের সিদ্ধান্ত ব্যাটিংয়ের। দুই ওপেনার তামিম-সৌম্য’র শুরুটা ছিলো দুর্দান্ত। তবে সৌম্য ১৯ রান করে সাজঘরে ফিরলেও তিন নাম্বার পজিশনে খেলতে নেমে ইমরুল কায়েস অভাব ঘুছিয়েছেন সৌম্য’র। তামিম তুলে নিয়েছেন শতক আর কায়েসের অর্ধশতক। শেষ দিকে মুশফিক-রিয়াদের ব্যাটে দ্রুত রান আসায় ৫০ ওভার শেষে টার্গেট দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ৩৪২ রানের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ৩.২ ওভারের সময় তাসকিনের করা বলে উইকেট কিপার মুশফিকের কাছে ক্যাচ দেয় আজাহার আলী। সাজঘরে ফেরেন মাত্র ৮ রান করে। এরপর ওয়ানডাউনে খেলতে আসা বাবর আজমও থিতু হতে পারেননি উইকেটে। ৪.২ ওভারের সময় মাশরাফি’র করা বলে মুশফিকের কাছে ক্যাচ দিয়ে আউট হোন পাকিস্তানি এই ব্যাটসম্যান। মাঝে আহমেদ শেহজাদ কিছুটা সময় টিকে থাকলেও ৪৪ রানের মাথায় সরাসরি বোল্ড হোন সাকিবের বলে।
নির্বাচকরা শফিউলকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার সময় থেকেই বলে আসছিলো কন্ডিশন বিবেচনায় তাঁকে দলে রাখা। সেই শফিউল আঘাত হানেন ২৫ ওভারে এসে। তুলে নেন ৪৯ রান করা মোহাম্মদ হাফিজের উইকেট। সবশেষ পাকিস্তানি অধিনায়ক শরফরাজ আহম্মেদ এর উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন।
এখন পর্যন্ত ৩১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান। জয়ের জন্য প্রয়োজন ২০ ওভারে ১৬৯ রান।