

ইংল্যান্ডে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করলো বাংলাদেশ। বার্মিংহামে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মূল আসর শুরুর আগে আগামী ৩০শে মে ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাটিং প্রস্তুতি সেরে নেবার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৭ম ওভারের প্রথম বলে ১৯ রান করে আউট হন সৌম্য সরকার। ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭১/২। ৩৯ বলে ৭টি চার ও ২টি ছয়ে অর্ধশতক পূর্ণ করে তামিম ইকবাল অপরাজিত আছেন ৮১ রান করে। ৬২ বলে ৬১ রান করে শাদাব খানের বলে আউট হয়েছেন ইমরুল কায়েস।