

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে হারিস সোহেলের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে পাকিস্তান। যদিও এক পর্যায়ে রানের পাহাড় গড়ার আভাস দিয়েছিল দলটি; কিন্তু শেষ দিকে দ্রুত রান তুলে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৮০ রানে থামতে হয়েছে তাদের। জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি ও মার্শের ৯১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।
আগামী মে মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সম্মানজনক এই আসরকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হা-ম-লার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শুক্রবার আরব আমিরাতের শারজায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে নি-হ-তদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
আরব আমিরাতের শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় ওপেনার শান মাসুদের। তার সঙ্গে উদ্বোধনীতে ৩৭ রানের জুটি গড়ে আউট হন ইমাম-উল-হক (১৭)।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা হারিস সোহেলের সঙ্গে ফের ৪৩ রানের জুটি গড়েন শান মাসুদ। ৬২ বলে পাঁচটি চারের সাহায্যে ৪০ রান করে ফেরেন মাসুদ।
দুই বছর পর দলে ফেরা উমর আকমলের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন হারিস সোহেল। দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া আকমল ফিফটির কাছাকাছি গিয়ে বিভ্রান্ত হন। অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৫০ বলে তিনটি ছক্কায় ৪৮ রান আকমল।
পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক শোয়েব মালিক। ৭ বলে ১১ রান করতেই ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন মালিক। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই চালিয়ে যান হারিস সোহেল। পঞ্চম উইকেট জুটিতে ফাহিম আশরাফের সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি। ২৬ বলে ২৮ রান করে আউট হন ফাহিম।
ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেন ইমাদ ওয়াসিম। মাত্র ১৩ বল খেলে চারটি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন ইমাদ। হারিস সোহেলের অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৮০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করে অপরাজিত থাকেন হারিস। তার ইনিংসটি ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো।
২৮১ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয় অস্ট্রেলিয়ার। ওপেনার উসমান খাজা ও ফিঞ্চের ব্যাটে আসে ৬১ রানের জুটি। ভারত সিরিজে দুর্দান্ত খাজা আজ পাকিস্তানের বিপক্ষে ২৪ রানের বেশি করতে পারেননি। ইনিংসের সূচনা করতে নেমে ৩০ বলে ২৪ রান করে আউট হন ওপেনার উসমান খাজা। তার উইকেটটি নিয়েছেন ফাহিম আশরাফ।
তারপর অ্যারন ফিঞ্চ ও শন মার্শের ব্যাটে বেশ ভালো ভাবেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানি বোলারদের এ দু’জন জবাব দিয়েছে দারুণ ভাবে। ফিঞ্চ-মার্শ খেলেছে দারুণ সব শট। সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক ফিঞ্চ। দলীয় ২৩৫ রানে ফিঞ্চ আউট হলে জুটি ভাঙ্গে ১৭২ রানের। প্যাভিলিয়নে ফেরার আগে ১৩৫ বল মোকাবিলায় ৮ চার ও ৪ ছয়ে ১১৬ রানের ইনিংস খেলেন ফিঞ্চ।
ফিঞ্চ ফিরে গেলেও নিজের ব্যাট সচল রাখেন শন মার্শ। হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। ফলে ৬ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। সন মার্শ অপরাজিত থাকেন ৯১ রানে। অপরদিকে ৩০ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে যান হ্যান্ডসকম্ব।