‘সব টুর্নামেন্টেই পাকিস্তানকে একঘরে করুক ভারত’

1552969019317
Vinkmag ad

ক্রিকেট মাঠে এখন আর সেভাবে মুখোমুখি হওয়া হয় না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। রাজনৈতিক টানাপোড়নে দুই দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অনেক বছর ধরেই। তবে এবার শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, বাইশ গজের ক্রিকেটে পাকিস্তানের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন ভারতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

পাশাপাশি অবস্থানরত দুই দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রে-ষা-রে-ষি হয়ে আসছে কাশ্মীর-কে নিয়ে। সেই কাশ্মীরকে ঘিরে মাস খানেক ধরে পরিস্থিতি হয়ে উঠেছে আরও উ-ত্ত-প্ত। ফের র-ক্তা-ক্ত হয়েছে ভূস্বর্গ। গত ১৪ ফেব্রুয়ারি ভ-য়াবহ আ ই ই ডি (ইম্প্রোভাইজড এ-ক্স-প্লো-সি-ভ ডিভাইস) বি-স্ফো-র-ণে মৃ-ত্যু হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্যের।

হা-ম-লার পর নি-হ-ত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের সাথে আর কোনো আপস নয়, সরাসরি যু-দ্ধের আহ্বানই জানিয়ে বসেছিলেন গৌতম গম্ভীর। যেখানে এক টুইট বার্তাতে তিনি লেখেন, ‘হ্যাঁ, আসুন বি-চ্ছি-ন্ন-তা-বা-দী-দে-র সাথে কথা বলি। হ্যাঁ, আসুন পাকিস্তানের সাথে কথা বলি। কিন্তু এই সময়ে এসে কথোপকথন টেবিলের উপর হতে পারে না। অনেক হয়েছে, এবার যু-দ্ধ-ক্ষেত্রে আলোচনার সময় এসেছে।’

images 87
ফাইল ছবি

সেই ঘটনার পর আবার মুখ খুলেছেন ভারতীয় সাবেক ওপেনার। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে দাবি তুলেছেন তিনি৷ দু’বারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘কূটনৈতিক সম্পর্কের অবনতির জন্য দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ৷ পুলওয়ামা কাণ্ডের পর এবার আইসিসি’র টুর্নামেন্টও পাকিস্তানকে বয়কট করুক ভারত৷ বিশ্বকাপ হোক, এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, সব টুর্নামেন্টেই পাকিস্তানকে একঘরে করুক ভারত৷’

সঙ্গে গম্ভীর আরও বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার কারণে পয়েন্টে পিছিয়ে পড়ে সেমিফাইনাল বা ফাইনাল মিস হতে পারে৷ দেশবাসীর সেই সময় ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত৷ সৈনিকদের আ-ত্ম-ত্যা-গের চেয়ে ক্রিকেট বড় হতে পারে না৷ সেকারণে শুধুই দ্বিপাক্ষিক নয়, পাকিস্তানের সঙ্গে সবধরনের ক্রিকেট সম্পর্কে এবার দাড়ি টানা উচিত৷’

images 48

এদিকে পুলওয়ামার ঘটনাকে মাথায় রেখে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত দল নামায় কীনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে৷ বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচ নিয়ে ভারত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি এখনো৷ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসি, পুরো বিষয়টাই ভারত সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে৷

ক্রিকেটাররাও তাঁদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, দেশের সরকার চাইলে তবেই তারা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে৷ যার অর্থ ম্যানচেস্টারে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ এমন পরিস্থিতিতে ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচটা মাঠে গড়াই কীনা, সেটাই এখন দেখার৷

৯৭ ডেস্ক

Read Previous

খেলতে চান সাকিব, সহজ নয় বলছেন বিসিবি প্রধান

Read Next

আইপিএলে এবার ‘ডগ আউট’ এর ব্যবস্থা রাখছে কোহলিরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share