


ইউরোপের দেশ আয়ারল্যান্ডে এশিয়ার বাংলাদেশ আর ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ডকে নিয়ে বসেছিল ত্রিদেশীয় সিরিজের আসর। আরেক দল ছিল স্বাগতিক আয়ারল্যান্ড। সিরিজটা যেমন পকেটে পুরেছে নিউজিল্যান্ড তেমনি ব্যাট আর বল হাতে দারুণ শাসনও করেছেন তাদের ব্যাটসম্যান আর বোলাররা।
ব্যাটিংয়ে, আরও স্পষ্ট করে বললে নেতৃত্বটা সামনে থেকেই দিয়েছেন কেন উইলিয়ামসনের বদলে কিউই দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। এক শতক আর দুই অর্ধশতকে ৬৪ উপরে গড় নিয়ে লাথাম পুরো সিরিজের ৪ ম্যাচে করেছেন ২৫৭ রান। পরের জায়গাটায় আছে কিউই ব্যাটসম্যান নিল ব্রুম, দুই অর্ধশতকে তার সংগ্রহ ২২৮ রান।
এরপরের জায়গাটাই বাংলাদেশী উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। এক রানের জন্য দু’শো হয়নি তামিমের। সিরিজের চার ম্যাচে দুই অর্ধশতকে তামিম করেছেন ১৯৯ রান। সেরা পাঁচ ব্যাটসম্যানের পরের দুজন রস টেইলর এবং বাংলাদেশী আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের। এ দুজন যথাক্রমে রান করেছেন ১৯৪ এবং ১৫৩।
ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানঃ
১. টম লাথাম (নিউজিল্যান্ড) – ২৫৭ রান, ৪ ইনিংস, গড় ৬৪.২৫, সর্বোচ্চ ১০৪
২.নিল ব্রুম (নিউজিল্যান্ড) – ২২৮, ৪ ইনিংস, গড় ৫৭.০০, সর্বোচ্চ ৭৯
৩. তামিম ইকবাল (বাংলাদেশ) – ১৯৯, ৪ ইনিংস, গড় ৬৬.৩৩, সর্বোচ্চ ৬৫
৪. রস টেইলর (নিউজিল্যান্ড) – ১৯৪, ৪ ইনিংস, গড় ৬৪.৬৬, সর্বোচ্চ ৬০*
৫. সৌম্য সরকার (বাংলাদেশ) – ১৫৩, ৪ ইনিংস, গড় ৫১.০০, সর্বোচ্চ ৮৭*

বল হাতেও কিউই বোলারদের আধিপত্য ছিল পুরো সিরিজেই। তবে বাংলাদেশী বোলাররাও কম যায়নি। উইকেট তালিকার শীর্ষে রয়েছেন মিচেল স্যান্টনার ৮ উইকেট নিয়ে। এরপরেই আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে তার সংগ্রহ ৭ উইকেট। আইরিশ পিটার চেজ আছেন এরপরেই ৬ উইকেট নিয়ে।
বাংলাদেশ কাপ্তান মাশরাফি এবং নিউজিল্যান্ড পেসার স্কট কাগলেইনের উইকেট সংখ্যা সমান হলেও গড়ের ব্যবধানে তালিকার ৫ম স্থানে অবস্থান করছেন মাশরাফি।
ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ বোলারঃ
১. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)-উইকেট ৮, গড় ২০.৭৫, ইকোনমি ৪.৪৮, সেরা বোলিং ৫/৫০
২. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-উইকেট ৭, গড় ১৪.৫৭, ইকোনমি ৩.৬৪, সেরা বোলিং ৪/২৩
৩. পিটার চেজ (আয়ারল্যান্ড)-উইকেট ৬, গড় ৩৮.৫০, ইকোনমি ৭.৪৫, সেরা বোলিং ৩/৩৩
৪. স্কট কাগলেইন (নিউজিল্যান্ড)-উইকেট ৫, গড় ১১.৬০, ইকোনমি ৪.১৪, সেরা বোলিং ৩/৪১
৫. মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)-উইকেট ৫, গড় ২৫.৬০, ইকোনমি ৫.৫৬, সেরা বোলিং ২/১৮