নি-হ-ত সেনা সদস্যদের সম্মান জানাতে ভারতীয় দলের বিশেষ উদ্যোগ

1552042972171
Vinkmag ad

রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে নামা ভারত দল আজ (শুক্রবার) মাঠে নেমেছে ‘আর্মি ক্যাপ’ পরে। পুলওয়ামাতে নি-হ-ত সেনা সদস্যদের সম্মান প্রদর্শনের পাশাপাশি জাতীয় ডিফেন্স ফান্ডের প্রচারণার জন্য ভিরাট কোহলির দলের এমন উদ্যোগ।

IMG 20190308 164108

উদ্যোগটির প্রধান উদ্যোক্তা মহেন্দ্র সিং ধোনি, যিনি এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ল্যাফটেনেন্ট সম্মানে ভূষিত হয়েছেন। নিজের ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামা ধোনি নিজেই মাঠে নামার আগে সতীর্থদের হাতে তুলে দেন এই বিশেষ ক্যাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে তারা লিখেছে, ‘কাশ্মীরের পুলওয়ামায় জ-ঙ্গী হা-ম-লায় নি-হ-ত সেনা সদস্যদের সম্মান জানাতে ভারতীয় দল আজ আর্মি ক্যাপ পরে খেলবে। জাতীয় ডিফেন্স ফান্ডে অনুদানে দেশের মানুষকে অনুপ্রাণিত করাও একটি লক্ষ্য যাতে নি-হ-তদের সন্তানদের পড়ালেখার ভার ঠিকভাবে বহন করা যায়।’

টস করার সময় আর্মি ক্যাপ প্রসঙ্গে কথা বলেন অধিনায়ক ভিরাট কোহলিও। তিনি সকলকে জাতীয় প্রতিরোধ তহবিলে যথাসাধ্য সহযোগীতার অনুরোধও করেন, ‘এটা একটি বিশেষ ক্যাপ। এর মাধ্যমে আমরা নি-হ-ত সেনাসদস্যদের সম্মান করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমি বিশেষভাবে অনুরোধ করছি সবাই নিজেদের সাধ্যমত জাতীয় প্রতিরোধ তহবিলে দান করুন। যেটা পরবর্তীতে নি-হ-তদের ছেলেমেয়ের লেখাপড়ার পেছনে ব্যয় করা হবে।’

এদিকে মহেন্দ্র সিং ধোনির এমন উদ্যোগে অবাক নাহয়ে বরং ধোনি ভবিষ্যতেও এই ধরনের কর্মকান্ডে জড়িত থাকবেন বলে আশা প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা, ‘এটা যে ধোনির হোমগ্রাউন্ডেই হল এতে অবাক হওয়ার কিছু নেই। এটি কোন অনুষ্ঠান নয়। এটি একটি দায়িত্ব। আমি মনে করি খেলা ছাড়ার পরেও ধোনি নিজেকে এসব কর্মকান্ডে জড়িত রাখবে।’

৯৭ ডেস্ক

Read Previous

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ, সম্মতি বিসিসিআইয়ের

Read Next

জহুরুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share