সিরিজ হেরে তিনে নেমে গেল দক্ষিণ আফ্রিকা

featured photo1 6
Vinkmag ad

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার। তার প্রভাব বাজেভাবে পড়েছে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে। সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারা প্রোটিয়ারা নেমেছে তিন নম্বরে।

সিরিজ শুরুর আগে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দুই নম্বরে ছিল ফাফ ডু প্লেসিসের দল দক্ষিণ আফ্রিকা। ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এখন প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ৫ কমে ১০৫। এই ৫ রেটিং পয়েন্ট খুইয়ে পেছনে থাকা নিউজিল্যান্ডের পেছনে পড়েছে প্রোটিয়ারা। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দুই নম্বর স্থান এখন নিউজিল্যান্ডের।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে তাঁদের মাটিতে ইতিহাস রচনা করে টেস্ট সিরিজ জেতা শ্রীলঙ্কার বেড়েছে রেটিং পয়েন্ট। র‍্যাংকিংয়ে উপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লঙ্কানরা পেয়েছে বাড়তি ৪ রেটিং পয়েন্ট। বর্তমানে লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩। তাতে অবশ্য অবস্থানের নড়চড় হয়নি তাঁদের। এখনো লঙ্কানরা আছে র‍্যাংকিংয়ের ছয় নম্বরে।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের ২ নম্বর অবস্থান ধরে রাখতে হলে এই সিরিজে জিততেই হবে।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এছাড়া অস্ট্রেলিয়া ৪ ও ৫ এ অবস্থান করছে ইংল্যান্ড। র‍্যাংকিংয়ে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

উইন্ডিজ ক্রিকেটারকে ইংল্যান্ড দলে দেখতে চান নাসির হুসাইন

Read Next

‘গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share