

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার। তার প্রভাব বাজেভাবে পড়েছে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে। সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারা প্রোটিয়ারা নেমেছে তিন নম্বরে।
সিরিজ শুরুর আগে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দুই নম্বরে ছিল ফাফ ডু প্লেসিসের দল দক্ষিণ আফ্রিকা। ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এখন প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ৫ কমে ১০৫। এই ৫ রেটিং পয়েন্ট খুইয়ে পেছনে থাকা নিউজিল্যান্ডের পেছনে পড়েছে প্রোটিয়ারা। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দুই নম্বর স্থান এখন নিউজিল্যান্ডের।
🚨 RANKINGS UPDATE 🚨
South Africa slip to third in @MRFWorldwide Test Team Rankings after shock whitewash by Sri Lanka.
READ 👇https://t.co/vNHsrJHMqH pic.twitter.com/GTcfXHa3hn
— ICC (@ICC) February 23, 2019
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে তাঁদের মাটিতে ইতিহাস রচনা করে টেস্ট সিরিজ জেতা শ্রীলঙ্কার বেড়েছে রেটিং পয়েন্ট। র্যাংকিংয়ে উপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লঙ্কানরা পেয়েছে বাড়তি ৪ রেটিং পয়েন্ট। বর্তমানে লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩। তাতে অবশ্য অবস্থানের নড়চড় হয়নি তাঁদের। এখনো লঙ্কানরা আছে র্যাংকিংয়ের ছয় নম্বরে।
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের ২ নম্বর অবস্থান ধরে রাখতে হলে এই সিরিজে জিততেই হবে।
১১৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এছাড়া অস্ট্রেলিয়া ৪ ও ৫ এ অবস্থান করছে ইংল্যান্ড। র্যাংকিংয়ে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।